অফিসের কাজের সুবাদে ঢাকা থেকে বরিশাল গিয়েছিলাম। সেখানে ৪ দিন থাকতে হয়েছিল। মাঝখানে একটা শুক্রবার পেতেই ভাবলাম কুয়াকাটা থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ। রওয়ানা দিলাম শুক্রবার সকালে বরিশাল লঞ্চ ঘাট থেকে বাসে।
বাস ছাড়ল সকাল সাড়ে এগার টায়। আমার এই বাস যাত্রাটা মোটেই সুখকর ছিল না। একে ত লোকাল বাস , গাদাগাদি করে যাত্রী উঠানো হয়েছে, তারপরে আবার রাস্তা টাও ভাল না। রাস্তার মধ্যে গাড়ি চলছে যেন একটি ডিঙি নাও। একেবারে সত্যিকারের নৌকার মত ডানে বামে হেলে দোলে ধীর গতিতে চলছে।
এই যাত্রা পথে আবার ৫টি ফেরি ঘাট পার হতে হল। যাক সবশেষে কুয়াকাটা যখন পৌছালাম তখন সবেমাত্র সন্ধ্যা নেমেছে। ভেবেছিলাম সন্ধ্যার আগে পৌছাব এবং পৌছেই সূর্যাস্ত দেখব এবং পরের দিন সূর্যদয় দেখে চলে আসব। এভাবেই প্ল্যান ছিল, কারন বাস ওয়ালা বলেছিল ৫ ঘন্টায় পৌছানো যায়।
এবার আপনারাই বলেন কত ঘন্টায় পৌছালাম?
যাক সে কথা, সেখানে পৌছে মোটামোটি মানের একটা হোটেলে উঠলাম।
ব্যাগ রেখে সোজা ছুটলাম সী বিচ এ। চাদেঁর আলোয় সী বিচ টাকে অন্যরকম লাগছিল।
(চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।