ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
সেপ্টেম্বরে একটি পোষ্ট দিয়েছিলামঃ কে কত স্পিড পান? দেশব্যাপি নেটের স্পিড নিয়ে হতাশার একটি চিত্র সেই পোষ্টে উঠে এসেছিল...এছাড়াও প্রায়শই: ব্লগে একই বিষয় নিয়ে পোষ্ট আসে...
কিন্তু আজকের সমকালে দেখলাম এর চেয়ে বড় হতাশার চিত্র!!
সামারি করলে যে বিষয়গুলো উঠে আসে--
বাংলাদেশ সাবমেরিন কেবলের মাধ্যমে প্রায় ৪৫ গিগাবাইট ব্যান্ডউইথ পেলেও এর মধ্যে মাত্র ১০ গিগাবাইট ব্যবহৃত হচ্ছে।
অব্যবহৃত ৩৫ গিগাবাইট ব্যান্ডউইথের পুরোটাই রফতানিযোগ্য।
২০০৭ সালের শেষ দিকে প্রস্তাবিত মিনি সার্কভুক্ত চার দেশের বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে দক্ষিণ এশীয় উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক্স) নামের একটি ফোরাম গঠন করা হয়। এরপর এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয় বিটিসিএল, যার জন্য এডিবি ২২ কোটি টাকা ঋণ দিতে রাজি।
নেপাল ও ভুটান সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশের সহযোগিতা চাইছে।
কিন্তু সাসেক্স কার্যকর না হওয়ায় তাদের ব্যান্ডউইথ দিতে পারছে না বাংলাদেশ।
এ দুটি দেশকে বাংলাদেশের স্থানীয় দামে মাত্র কয়েক গিগাবাইট ব্যান্ডউইথ দিতে পারলেও মাসে কোটি কোটি টাকা আয় করা সম্ভব।
ভারত সাসেক্সের মাধ্যমে কলকাতা থেকে 'সেভেন সিস্টার্স' নামে খ্যাত এলাকার সঙ্গে নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা করেছিল। কিন্তু বিটিআরসি সম্প্রতি সাসেক্সের বাইরে আলাদা চুক্তির মাধ্যমে ভারতকে বাংলাদেশের মধ্য দিয়ে টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে ভারতীয়দের মধ্যে সাসেক্স নিয়ে আর আগের মতো আগ্রহ নেই।
ফলে সাসেক্স না হওয়ায় নেপাল ও ভুটানে ব্যান্ডউইথ বিক্রির পুরো সুযোগ তারাই নিতে পারছে।
------
যা বুঝলামঃ
১. আমাদের উদ্ধৃত্ত ব্যান্ডউইডথ দেশের কাজে না লাগিয়ে কিছু ব্যবসায়ী দাওঁ মারার তালে আছে
২. দেশের যে অংশ এখন নেটে সংযুক্ত তাদেরতে ত্রুমাগত বাশঁ দেওয়া হচ্ছে এবং হবে
৩. এবং সরকারের আরো একটি ভারত বান্ধব নীতি
---
ফুটনোটঃ নিজের দেশকে এইরকম চমৎকার বাশঁ দিতে পারে এইরকম উদহারণ অন্য কোন দেশে পাওয়া যেতে পারে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।