বেশ সুখেই ছিলাম। সিটিসেলের মান্থলী ২ জিবির পোস্টপেইড প্যাকেজ ভালই সার্ভিস দিচ্ছিলো। যদিও মাঝে মাঝেই নেটের স্পিড অনেক স্লো হয়ে যেতো, তবুও চলছিলো বেশ। কিন্তু বিপত্তির শুরু ১০/১৫ দিন ধরে।
আপলোড স্পিড ৬ -৭ কেপিবিএস, অথচ ডাউনলোড স্পিড ২৪০-২৫০ কেপিবিএস শো করছে।
ফলাফল যা হওয়ার তাই হচ্ছে। একটা পেজ লোড হতে ১০ মিনিটও চলে যাচ্ছে!!! অবাক ব্যাপার হলো তখন আমি কোন কিছু ডাউনলোড করছিনা। এটা ঠিক যে নেট কানেকশানের শুরুতে এন্টিভাইরাসটা অটো আপডেটই হয়, তবে সেটা বড়জোড় ২/৩ মিনিটেই শেষ হয়ে যায়। অন্যকিছু মানে উইন্ডোজ সিস্টেম আপডেট হচ্ছে কিনা সেটাও চেক করে দেখেছি, কিন্তু না! তাহলে হচ্ছেটা কি???
এত ডাউনলোড স্পিডে কোথায় কি ডাউনলোড করে চলেছে আমার ল্যাপি? এন্টেনায় একদমই ধরছেনা।
কি করবো? প্লিজ হেল্প মি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।