!
এতোদিন আমরা যে বিষয় নিয়ে প্রচুর তর্ক-বিতর্ক করেছি, আজকে মনে হয় সে ব্যাপারটার অবসান হবে। আজকের প্রথম আলোতে প্রজন্ম ডট কম পাতায় " তার ছাড়ায় দ্রুতগতির ইন্টারনেট " এই শিরোনামে একটা প্রতিবাদন ছাপা হয়েছে।
এই প্রতিবেদনে লেখক জানিয়েছেন, অজ়ের লিমিটেডের চেয়ারম্যান জানিয়েছেন, তারা গ্রাহকদেরকে ১২৮ কিলোবাইট গতিতে ইন্টারনেট সেবা দিবেন। ( প্রতিবেদনের লেখক যদি বুঝে শুনে ঠিক লিখে থাকেন )আর এর মূল্যও হবে অনেক কম, ৩০০ টাকা থেকে ৬০০ টাকা। উক্ত প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলা লায়নের পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয়েছে যে, তারা মাত্র ৬০০ টাকায় কমপক্ষে ১২৮ কিলোবাইট (কিলোবিট নয় কিন্তু) সেবা দিবেন।
খবর পড়েতো খুবই ভালো লাগল, কিন্তু বাস্তবায়ন হবার আগে যে বিশ্বাস হতে মন চায় না। ১২৮ কিলোবাইট বলে পরে আবার ১২৮ কিলোবিট ধরায় দিবে নাতো আবার? কারণ আমরা বলে এক আর করি এক। দেখিই না এবার কি হয়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।