আমি ব্লগ লেখার চাইতে ব্লগ পড়তে ভাল বাসি।
অনেক দিন থেকে সামহয়ান ইন ব্লগ এ ভিসিট করছিলাম। এতটা ভালো ফিল করব আসা করিনি। অনেক লেখা পরে লিখার মধ্যে হারিয়া গিয়েছি,আবার কোন লেখা পরে অনেক কিছু জানতে পারেছি। এটা সত্য একজন প্রফেশনাল রাইটার এর সাথে একজন সাধারন মানুষের লিখার অনেক ডিফারেন্স আছে।
কিন্তু এটাই যে আমার কাছে মনের কথা বলে মনেহয়। পত্রিকার সচেতনতা মুলক কথা যেমন আমার কাছে বিজ্ঞাপন এর মত লাগে, কিন্তু এখানের সেই কথা গুলো আমার কাছে অন্তোরের কথা বলে মনে হয়। হয়তো অনেকের মতা মতের সাথে এক মত হতে পারিনা, কিন্তু তারপর ও পরতে ভাল লাগে। কেননা সেটা যে তার মনের কথা, যা প্রকাশে তার কোন সার্থ জরিত নয়।
তাই ধন্যবাদ তাদেরকে যারা তাদের ব্লগ দিয়ে আমাকে উদ্ভুধ্য করেছে,আমাকে অনুপ্রানিত করেছে,
এবং যারা এই সাইট পরিচালনায় নিয়যিত।
প্রথম লেখা বলে হয়ত ভাল হয়নি, আসা করি সামনে ভাল লেখা উপহার দিতে পারব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।