আমাদের কথা খুঁজে নিন

   

গার্মেন্টসে শ্রমিক ইউনিয়ন-মরার উপর ক্ষড়ার ঘা

আমার সম্পর্কে বলার মত কিছু নেই।

গার্মেন্টস শ্রমিকদের উপর গুলি এটা আগে আগে কেহ দেখেছে বা শুনেছে? এর চেয়েও গার্মেন্টসের বগ বড় আন্দোলন হয়েছিলো আশুলিয়ায় তত্বাবধায়ক সরকারের আমলে। এবারই প্রথম গুলি করা হয় এবং মামলা করা হয় মৃত ব্যাক্তি সহ ৩০০০ লোকের বিরুদ্ধে। অতচ পার চেয়ে গেছে মালিক পক্ষ। সরকার সিদ্ধান্ত নিয়েছেন গার্মেন্টসে শ্রমিক ইউনিয়ন করার অনুমতি দিচ্ছে ! গার্মেন্টস কর্মীরা আন্দোলন চায় না তারা চায় প্রতি মাসে তাদের বেতন- এ ছাগা তাদের আর কোন দাবী নেই। তবে এখানে শ্রমিক ইউনিয়নের কি প্রয়োজন?? শ্রমিক ইউনিয়ন চালু করা হলে মালিকেরই স্বার্থই রক্ষা হবে। চিরা চরিত শ্রমিক ইউনিয়ন যা শুধুমাত্র শ্রমিক নেতা এবং মালিকের পোষা নেতার ব্যক্তিগত নেত্রীত্ব করবে তার চেয়ে বরং বর্তমান যেভাবে আছে সেভাবেই থাকুক, এতে করে শ্রমিকরা আরেকটি বিপদ থেকে অন্তত রক্ষা পাবে। মরার উপর ক্ষড়ার ঘা- শ্রমিত ইউনিয়ন হলে শ্রমিকরা পড়বে তৃ-মুখী সমস্যায় - ভিতরে মালিক, মধ্যে শ্রমিক নেতা, বাহিরে পুলিশ বা মালিকের ভাড়াটিয়া ( বিনা বেতনে তাদেরকে দিয়ে কাজ করানোর স্থায়ী ব্যাবস্থা), এত কিছু না করে মালিকদেরকে বললেই চলে প্রতিটি কারখানার "শ্রমিকদের ন্যায মুজুরী যেন প্রদান করে- আর না হয় মালিকদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.