গাজীপুরের কোনাবাড়ীতে স্ট্যান্টার্ড গার্মেন্ট নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গতরাত ১২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
জানা যায়, ওই গার্মেন্টস কারখানার তিনটি ১০ তলা ভবনে ২০ হাজারের বেশি শ্রমিক কাজ করে।
তিনটি ভবনেই আগুন জ্বলছে। আগুন লাগার সাথে সাথেই অনেক শ্রমমিক বেরিয়ে এসেছে। তবে ভেতরে এখনো কেউ আটকা পড়ে আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
আগুনের লেলিহান শিখা কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় আগুন জ্বলতে থাকায় কোনাবাড়ি এলাকার অধিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, পার্শ্ববর্তী ইসলামী গার্মেন্ট নামে আরেকটি কারখানায়ও আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।