ফেইসবুকের নিউজফিডে অনুমতি ছাড়া কারো নাম, ছবি, জীবনবৃত্তান্ত এসব তথ্য প্রকাশিত হলে প্রত্যেককে ১৫ ডলার করে দেওয়া হবে।
এদিকে অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য প্রকাশ করায় পাঁচজন ব্যবহারকারী ইতোমধ্যে ফেইসবুকের বিরুদ্ধে মামলা করেছেন। ফেইসবুকের এক মুখপাত্র এ সম্পর্কে ম্যাশএবলকে বলেন, “এ বিষয়টি আদালত থেকে চূড়ান্ত নিষ্পত্তি করা হয়েছে। এ নিয়ে আমরা সন্তুষ্ট।”
বিজয়ী ফেইসবুক ব্যবহারকারীদের কখন ও কীভাবে এ অর্থ দেওয়া হবে তা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ফেইসবুক। তবে ফেইসবুককে ব্যবহারকারীদের তথ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ‘স্টেটমেন্ট অফ রাইট’ আপডেট করতে নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।