আমাদের কথা খুঁজে নিন

   

নির্যাতিত বাংলাদেশিকে বিএসএফের ক্ষতিপূরণ

বিজিবি ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম খান জানান, মঙ্গলবার সকালে রাজশাহীর চরমাঝারদিয়ার সীমান্তে কমান্ডিং অফিসার পর্যায়ের পতাকা বৈঠকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন বিএসএফ ১৩০ ব্যাটালিয়নের অধিনায়ক জোহার রোনান্ডো। ”

বিজিবি কর্মকর্তা, স্থানীয় বিশিষ্টজন ও সাংবাদিকদের উপস্থিতিতে বিএসএফ কর্মকর্তা ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন বলেও নাজিম খান জানান।

২০১১ সালের ৯ ডিসেম্বর রাজশাহীর পবা উপজেলার খানপুর সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সতের রশিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে হাবিব (২২)।

বিএসএফ মুর্শিদাবাদ জেলার রানীনগর ক্যাম্পের জওয়ানরা তাকে ট্রাক্টরে তুলে নিয়ে যায় এবং নগ্ন করে ব্যাপক মারধর করে।

মারের চোটে হাবিব জ্ঞান হারিয়ে ফেললে ক্যাম্পের কাছে একটি সরিষা ক্ষেতে তাকে ফেলে যায় বিএসএফ জওয়ানরা।

পরে বাংলাদেশিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাবিবের ওপর সেই নির্যাতনের ভিডিওচিত্র মোবাইল ফোনে ধারণ করেন আরেক বিএসএফ সদস্য।   ভারতীয় টেলিভিশন এনডিটিভিতে সেটি প্রকাশ করা হলে সে সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তীব্র সমালোচনার মুখে আট বিএসএফ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

কমান্ডেন্ট জোহার রোনাল্ডো চেক হস্তান্তরের পর সাংবাদিকদের বলেন, “হাবিবুরকে নির্যাতন করা বিএসএফ সেনাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

এর মধ্যে কোর্ট মার্শালে একজনকে ২৮ দিনের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে, আরেকজনকে পদাবনতি হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.