নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে নাশকতার ঘটনায় হতাহত কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ প্রিসাইডিং অফিসার সাইদুল ইসলামকে দেখার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
কাজী রকিব বলেন, যারা সহিংসতা করে তারা কোনো দলের না। গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। দায়িত্ব পালন করতে গিয়ে নির্বাচনী সহিংসতায় যাদের ক্ষতি হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি জানান।
নির্বাচনের দিন বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ‘পুনতাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ কেন্দ্রে ভোটগ্রহণ শেষে টেম্পো নিয়ে ফেরার পথে বামনকুড়ি মাঠে পেট্রোল বোমায় প্রিসাইডিং অফিসার সাইদুল, কনস্টেবল আবুল কালাম আজাদসহ চার জন দগ্ধ হন। ওই দিনই সাইদুল ও আজাদকে ঢাকায় পাঠানো হয়।
সাইদুলের শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে বলে বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।