আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষতিপূরণ প্রহসন

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আমি আহতদের দেখে এসেছি। দেখলাম, একজনের হাত-পা কেটে গেছে। সে যাতে মাসে অন্তত ১০ হাজার টাকা করে পান, আমরা এ ব্যবস্থা করব। ” তিনি বলেন, “এরই মধ্যে গার্মেন্ট মালিকরা এক হাজার শ্রমিকের দায়িত্ব নিয়েছেন, তাদের চাকরি দেওয়া হবে। ” (সূত্রঃbanglanews24.com) ১।

ভাল কথা কিন্তু নিহতদের পরিবারের ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়া হইছে সেটা উহ্য রয়ে গেছে। ২। নিহতদের পরিবারে ২০ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত যাতে না নেয়া হয় যেখানে আহতদের পরিবারকে ১০ হাজার টাকা দেবার ব্যাবস্থা হবে বলে বলা হয়েছে। ৩। গার্মেন্ট মালিকরা শুধুমাত্র এক হাজার শ্রমিকের দায়িত্ব নিবেন কেন? আহত এবং নিহত প্রত্যেকটি পরিবারের দায়িত্ব নেয়ার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হোক।

কিছুদিন আগে তাজরীন অগ্নিকান্ডে ১০০+ কর্মী পুড়ে মারা গেল, তাদের জন্য কী ব্যাবস্থা নেয়া হয়েছিল। নাকি ভবন ধ্বসে মারা যাওয়া আর আগুনে পুড়ে মারা যাওয়ার মধ্যে কোন পার্থক্য আছে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.