"হার্টলেছ"
গতকাল জাতীয় সংসদ ভবনে পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার ২০০৬ সালে প্রণীত সরকারি ক্রয় বিধিমালা (দ্বিতীয় সংশোধন) বিল ২০০৯ উপস্থাপন করেন। সেখান (১) ২ কোটি টাকা পর্যন্ত সরকারী ঠিকাদার নির্বাচনে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং (২) প্রাক্কলিত মূল্যের ৫% দর বেশী কিংবা কম হলে ঠিকাদার কিংবা ঠিকাদারী প্রতিষ্ঠান অযোগ্য বলে বিবেচিত হবে আর সমমূল্যমানের হলে লটারীর মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচিত হবে।
পরে স্পিকার আব্দুল হামিদ বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কাছে পাঠান। আগামী দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
পূর্বে যা ছিলঃ-
(১) অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন; না থাকলে অযোগ্য;
(২) প্রতিযোগিতার মাধ্যমে যে যত কম কিংবা বেশি দর প্রদান করত তাতে কোন বাধা ধরা নিয়ম ছিল না (তবে অস্বাভাবিক বেশী কিংবা কম নয়)।
আমার মতামতঃ-
বর্তমান সরকার টেন্ডারবাজদের পূনর্বাসন করার জন্য এই অন্তর্ঘাত সিদ্ধান্ত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।