...চিরদিন কাহারো সমান নাহি যায় .... আজ যে বড়লোক কাল সে ভিক্ষা চায়............
ইন্টারনেটের তথ্য ভাণ্ডারকে সহজে ও সাশ্রয়ে সারা দেশে ছড়িয়ে দিতে ২০০৬ সালের ২১ মে আনুষ্ঠানিকভাবে সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্ত হয় বাংলাদেশ। এই সংযোগকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে মাইল-ফলক হিসেবে আখ্যায়িত করেন প্রযুক্তিবিদরা। দেখা মেলে নতুন এক সম্ভাবনার।
আমার প্রশ্ন হল সারা পৃথিবীর মানুষ ফাইবার অপ্টিক দিয়া পায় ১০/২০ মেগা আমরা ১০ কিলোও পাইনা ক্যান।
মানে আমাদের ফাইবার অপ্টিকে কি দোষ আছে না গরীব্দেশে তারা ডাটা দেয় না??
আবার শুনলাম বাংলাদেশ নাকি ব্যান্ডূইথ রপ্তানী করবে।
প্লিজ টেকি ভাইরা বলেন কেন আমরা স্পিড বিদেশীদের মত পাইনা ????????????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।