এক্ষনি বুদ্ধিবৃত্তিক হিসাব কষা হবেনা হয়তো... এক্ষনি সৎ কবি আঁকবেনা ছবি হয়তো... গরীবের বেঁচে থাকার দাবী যাবে বাদামের ঠোঙায়... আর ইস্যুর বস্তার রঙ ফিঁকে হবে হয়তো... এক্ষনি মজদুর হয়তো নামেনি পথে... তবু এক নতুন পাঠশালার সংস্কৃতি শুরু হোক... সেখানেই পেয়ে যাবো অধিকার আদায়ের সূত্র... যুদ্ধ বাঁধবে মূলত তক্ষনই... জেসী রহমান ০৮/০২/২০১৩, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।