আমাদের কথা খুঁজে নিন

   

ভোরের ভূগোল কাঁধে



এ নগর থেকে আমাকে তাড়িয়ে দিয়ে বেশ ভালোই করেছিলে। না হয়, গ্রহের কালাকাল ভেদ করে কিছু ঝড় তোমাকেও স্পর্শ করতে পারতো। কিছু ভুল , ফুল হয়ে ফোটে থাকতো তোমাদের বাগানে। আর তুমি তার সামনে দাঁড়িয়ে আনমনে কুড়াতে পশম, রোদের-রহস্যের-রাগের। কখনও একজোড়া মন্দিরা হাতে নিয়ে বাজাতে সন্ধ্যায়।

সূর্য ডুবার আগে আবারও খুঁজে নিতে পথ ও প্রথার পার্থক্য। কিভাবে মানুষের জন্য বৈষম্য ছড়ায় আদিত্য আকাশ। আমাকে তাড়িয়ে দিয়ে ভালোই করেছিলে। কারণ দরিদ্রের কোনো দেশ থাকে না। থাকে না গন্তব্যও।

ভোরের ভূগোল কাঁধে এই হেঁটে যাওয়া , সন্ধ্যার সেতু পাড়ি দিয়ে পরখ করা বেদনার ঢেউ- সবার সয় না পরাণে। নির্বাচিত কান্নার প্রকাশ কতোটা ভারী হয় , তা তো কেবল সন্ন্যাসীই জানে । ছবি- জার এস্টার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।