যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।
রাজাকার ও মুক্তিযোদ্ধা এখন
শরীফ এ. কাফী
২৮ অক্টোবর ২০০৯
যে দেশে রাজাকারের পোলারা
আর্মির জেনারেল হয়
সেই দেশে কার পোলা কী হয়
কারে কোন কথা কয়
কখন সে সরকারের মন্ত্রী হয়
কোন মন্ত্রীর পিএস হয়
কোন পদে কোন দলে ফিট হয়
তা কী কিছু বলা যায়?
ঘর বাড়ী ভিটে মাটি হাত ছাড়া
মুক্তিযোদ্ধা বেচারা
ভাতা পাবে নাম দেয় তালিকায়
নাম তার কাটা যায়
বোঝে না কার কাছে কোথা যায়
কোথা গিয়ে ঠাই পায়
শেষ মেশ মোল্লার রিক্সার প্যডেলে
ঠিকানা সে খুজে পায়!
মুক্তিযোদ্ধা খ্যাপ টানে দিন রাত রিক্সায়
ঘাম ঝরে দর দর সারা গায়
ঘি খাওয়া রাজাকারের পোলারা
রিক্সায় চড়ে সব বাড়ী যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।