আমি নাস্তিক নই, নাস্তিকতার বিপক্ষেও নই...
আমি human secularism এ বিশ্বাসী! আমার মতে, স্বাধীনভাবে নিজের ধর্মীয় দৃষ্টিভঙ্গি প্রকাশ করার ও পালন করার অধিকার সবার আছে...
১ বছর আগে কখনো কল্পনাও করিনি যে বাংলাদেশে নাস্তিকের সংখ্যা এত্ত!! প্রজন্ম চত্বর ও ব্লগার রাজিবের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে বিপ্লব বাংলাদেশে দেখা দিয়েছিল, তা থেকে মুলত দেশের মানুষ জানতে পেরেছে দেশে নাস্তিকতা নামের ধর্মীয় বিশ্বাসের অস্তিত্ত আছে!! এর আগে সাধারন মানুষ মনে করত এই দেশের বেশিরভাগ মানুষ মুসলমান, পরে হিন্দু, এর পরে বোদ্ধ বা খ্রিস্টান! কিন্তু মানুষ এখন জানে দেশে নাস্তিক ও রয়েছে!!
দিন দিন দেশে নাস্তিকের সংখ্যা বাড়ছে… বিশেষ করে তরুন প্রজন্ম এতে অংশগ্রহন করছে!! হটাৎ করে এত মানুষ নাস্তিকতা অবলম্বন কেন করল, জানেন???
অনেকেই তা জানেন না...
এখনকার তরুন প্রজন্ম বর্তমানে নাস্তিকতার দিকে ঝুঁকছে মূলত বাবা-মা'র ও হুজুরদের হটাৎ জোর দেওয়া ধর্ম কর্মের জন্য... এখন আধুনিক যুগ! আমরা সবাই normal ভাবে নিজের ধর্ম পালন করি!
কিন্তু ব্লগার রাজিবের হত্যার পর অনেক বাবা-মা ই তার সন্তানের ধর্ম কর্ম পালনের উপর জোর দিতে থাকেন, যাতে তাদের সন্তান আবার নাস্তিক না হয়ে যায়!! :O
এমনকি আমার বাবা-মাও আমার উপর চাপ দিতে শুরু করেছিল!! :O :O
তখন দেখা গেল, যারা দিনে ১ ওয়াক্ত নামাজ পড়ত, বাবা বা মা এর জন্য তাদের ৪/৫ ওয়াক্ত নামাজ পরতে হচ্ছে! অনেকে আবার মসজিদে গিয়ে নামাজ আদায়ের জন্য বাধ্য করতে লাগল... এমনিতেই দেখা যায়, ছেলে মেয়ে ধর্ম কর্মের প্রতি উদাসীন, তার উপর পরিবার থেকে আসেই চাপ তাদের আর সহ্য হল না... তখন তারা ঝুঁকল নাস্তিকতার দিকে... আমার নিজের পরিচিত অনেকের জীবনের কাহিনী অন্তত তাই!!
আবার, না পাওয়ার হতাশা অনেকের মধ্যে ছিল! তার থেকে তারাও এই দলে যোগ দিল!!
এখন বাংলাদেশে নাস্তিকের সংখ্যা আগের চেয়ে ১০/১২ গুন বেশী! আর হবেও বা না কেন, হুজুর সম্প্রদায় আসছে না দুই দিন পর পর নতুন নতুন ফতোয়া নিয়ে!!
ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে মনে হয়!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।