বুদ্ধদেব গুহের "মাধুকরি" উপন্যাসের পৃথু ঘোষ আমি
আসলে আমরা কি চাই? প্রশ্নটা করার পর অপর প্রান্ত থেকে উত্তর পেলাম, জাহান্নামে যান। গো টু হেল। তার পর ফোন রেখে দেওয়া।
মেয়েটা রোজ ফোন করে। এমন একদিনও হয়নি আমরা ঝগড়া না করে ফোন রেখে দিয়েছি। আমি কোনদিন ঝগড়া করতে চাইনা। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়। এবং আর কোনদিন ফোক করবেনা বলে ওসে ফোন রেখে দেয়। কিন্তু কোনদিনও বলে না , সে আসলে কি চায়??
এ প্রশ্নটার জবাব আমি আজও খুঁজে পাইনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।