আমাদের কথা খুঁজে নিন

   

দলীয় দালাল আর অতি উৎসাহীদের কারণে শাহবাগ আন্দোলন কি তার গতিপথ হারাবে

দুর্ভাগা বাঙালি জাতিতো আসলে কোনো অর্জন ধরে রাখতে পারে না। যখনি বাঙালি কোনো অর্জনের পথে ধাবিত হয় তখনই সেখানে কলঙ্কের দাগ পড়ে যায়। যদি একাত্তরের কথা বলি। সব বাঙালি যখন একাত্ম স্বাধীনতার জন্য, তখনি রাজাকারের আগমন। ফলাফল ৪২ বছরেও সে কলঙ্কমোচন হল না।

এমন একটি দাবি নিয়ে শাহবাগের আন্দোলনটি শুরু হল সবাই যখন একাত্ম দাবির প্রতি (রাজাকারের ফাঁসি) তখনি দলীয় দালালদের আগমন শুরু হয়ে গেছে। আশঙ্কা করছি এটিও না শেষ পর্যন্ত বিফলে যায়। সেদিন একাত্তর চ্যানেলে ইন্ডিপেন্ডেটেন্টের শিক্ষক আরাফাত রহমান ও সাথে আরেকজনের তুমুল বিতর্ক; এখনি জামাতশিবির নিষিদ্ধ করতে হবে। ৭২-এর সংবিধান কার্যকর করতে হবে, বিএনপিকে আসতে হবে, ইত্যাদি, ইত্যাদিসহ আরো বহু কিছু। তখন লাইভ একজন ব্লগারের বক্তব্য ছিল এরকম ''না- এরা দুজন যেরকম বিতর্ক করলেন, আমরা একদমই এটা চাচ্ছি না।

এমনকি আমরা এটাও চাচ্ছি না যে জয় বাংলা হবে, নাকি জয় বাংলাদেশ হবে। আমাদের একটাই দাবি রাজাকারের সর্বোচ্চ শাস্তি-ফাঁসি। '' তবে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হলে আমার ভালোই লাগবে। কারণ আমার সারা গ্রামে মধ্যে একটা মাত্র শিবির। ওর কারণে গ্রামের শান্তি শেষ।

ওরে আবার সেল্টার দেয় তার চাচা আওয়ামী নেতা। আর এই দুইটা জোট হলে আম পাবলিকের কি অবস্থা হয় সেটা তো বোঝাই যায়। আমাদের আন্দোলনটি শুরু হয়েছিল কি নিয়ে? রাজাকারের ফাঁসি। এটি ছিল একটি সরল দাবি। এতে কোনো রাজনীতি ছিল না।

মনে হয় এ দাবিটি ছিল সবারই। কিন্তু বিভিন্ন টকশোতে আওয়ামী দালালদের বক্তব্য দেখে মনে হচ্ছে-এবার একটা সুযোগ পাইছিরে সব নিয়া নিবো। শুক্রবার শাহবাদে ব্লগার ইমরানের বক্তব্য দেখে মনে হলো বক্তব্যটি কি সে নিজে দিচ্ছে নাকি তাকে দিয়ে বলানো হচ্ছে? কারণ আশপাশে যাদেরকে দেখলাম যেমন নাসির উদ্দিন ইউসুফ, শাহরিয়ার কবির সাথে ছাত্রলীগরা। এনারা থাকবেন আর আওয়ামী স্বার্থ দেখবেন না এমনটি বিশ্বাস করা কঠিন। দিন শেষে তো ভোটের হিসাব-নাকি? অনেকে বলছেন যে, বিএনপি কেন এ আন্দোলনে সরাসরি সমর্থন দিচ্ছে না (কিন্তু, যদি ইত্যাদি বাদ দিয়ে)।

আমি বলি আওয়ামি লীগ গদগদ সেতো ভোটের হিসাবই। বিএনপি আওয়ামী লীগ ভালো করেই জানে-বিএনপি যদি গলাকেটেও সমর্থন দেয় তাহলেও আনিসুল হক, জাফর ইকবাল কিংবা শাহরিয়ার কবিররা বিএনপিকে ভোট দিবে না। তাদের জামাতের উপরই নির্ভর থাকতে হবে। আর আওয়ামী লীগও ভালো করে জানে যতই উষ্টা মারা হোক, শাহরিয়ার কবির, আনিসুল হক কিংবা ড. জাফর ইকবালরা আওয়ামী লীগকেই ভোট দিবে। এখন বিএনপি ভাবতে পারে তরুন প্রজন্ম নিয়ে।

তাদের ভোট কি হবে। সম্ভবত বিএনপি এখানে দোদুল্যমান। এই তরুণ প্রজন্মের কয় ভাগের ভোট তারা পাবে কিন্তু জামাতের তো ৭% ভোট নিশ্চিত। কিন্তু আমার মনে হয় বিএনপি ভুল করে ফেলেছে। শাহবাগ আন্দোলনকারীদের কাছে আমার অনুরোধ থাকবে-আপনারা একটি দাবি আদায়ের পর আরেকটি দাবি সামনে নিয়ে আসুন।

একসাথে অনেকগুলো দাবি জানালে এখানে রাজনীতি ঢুকবে। অলরেডি ঢুকে পড়েছে বলে মনে হচ্ছে। আওয়ামী দালালদের মাধ্যমে এটি আওয়ামীকরণ হতে বেশি সময় নিবে না। ব্লগিং নিয়ে একটি কথা। আমার এক সময় মনে হতো এখনো হয় ব্লগ জিনিসটাকে বাণিজ্যিকিকরণ না করলেই মনে হয় ভালো হয়।

যেমন ব্লগিং জিনিসটা এতদিন ছিল সরকার, রাজনীতি, প্রশাসন, সামরিক বাহিনীর আড়ালে, কিন্তু এটি এখন সবার নজরে চলে আসবে। বিশেষ করে বিভিন্ন ক্রাইসিসের সময় যেমন তত্ত্বাবধায়ক আমলে ঢাকা ভার্সিটির সহিংসতা বা বিডিআর নিয়ে ব্লগে ব্লগাররা যেভাবে স্বাধীন মত প্রকাশ করতে পেরেছিল ভবিষ্যতে তা আর সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে। সোনা ব্লগ বন্ধ। ভবিষ্যতে কোো সরকারের বিরুদ্ধে গেলে সামু যে বন্ধ করে দেওয়া হবে না এর গ্যারান্টি কি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.