সাবেক প্রেসিডেন্ট ড.ইয়াজউদ্দীন আহমদ এর কাছে অভিযোগ জানাই। আপনার বিরুদ্ধে পূর্বে প্রচুর ইনফ্রাসনিক সাউন্ড বাজিয়ে এখন সার্বভৌমত্বের আসল কাজে সবাই ফাঁকি দিচ্ছে বা ঘুঁস খাচ্ছে। তাছাড়া এই ব্লগ সাইট থেকে আমার পোস্ট সরিয়ে জালাতন করছে। এছাড়া পূর্বে অনেকদিন আমার ওয়েবসাইট মেহদী বন্ধ রেখেছিল। এছাড়াও নানাবিধ ভাবে জ্বালাচ্ছে।
সংসদের ইমেইল এডরেস রাখেনি। এমনকি মন্ত্রী পরিষদের কোন কোন গুরুত্বপূর্ণ ইমেইল এডরেসে কোন ইমেইল যায়না। এছাড়াও কোন উত্তরই পাঠায়না। এছাড়াও তিনবার ভুঁয়া সংসদ তৈরী করে যে শিক্ষণ দেয়া হয়েছিল,তা পানিতে ফেলে সবাই নেংটা হবার স্বপ্নে বিভোর। এছাড়া গতবার রাবি তে আপনি যেভাবে বসিয়ে দিয়েছিলেন এখন পর্যন্ত কেউ ওভাবে চিকিৎসা দেবার জন্য কোন পদক্ষেপ নেয়নি।
আমি লিখে যেটুকু পেরেছি ও আমার কিছু সহযোগী। এছাড়া আমার অসুখ নিয়ে আমি ভালই অসুবিধায় আছি। অথচ তারা তামাশা মারছে বলে মনে হয়। কাজ শেষ করার নাম নেই। চুক্তির সময় ওভার হয়ে যাচ্ছে।
এছাড়া গতবার ওই কাজের সফলতার জন্য যে আর একটা পুরস্কার এ কাজে যত খুশি ততবার ফ্রন্ট পেজে ছাপাবো,যা খুশি তাই লেখব,তা মডারেটর মানেনি। তাই মডারেটর কেউ এবার নীচে ভ্রমন করানোর অনুরোধ জানালাম। যা হোক উল্টে মৃত্যুর নিউজ দেয়া বেঁচে থাকা কয়েকজনের পাঠানো,সেই অতি আধুনিক সিস্টেমে কথাগুলো বলতে না পেরে দুই জায়গায় ই মেইল দিয়েছি। আপনার কাছেও
আরও পড়ুন
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।