আমাদের কথা খুঁজে নিন

   

আমি ঘুমাবো

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

বাজো পাতার টুকরো শব্দ ভেঙে যাওয়া কালো সোহাগ শাদা সোহাগ শাঁইজির চরণেতে বাজো বাসনার তারে বেজে ওঠো ঘুমহীন জানালার ধ্বনি কলুদের তৈল কারখানার কাছে এসে একটু ডাকো আমাকে ফিসফিস, আমি তোমার কাছে যাবো সমুদ্র ঢেউয়ে ডুবে যাওয়া রোদের সাথে চোখের পৃষ্ঠাগুলো তলিয়ে দেবো কালো শাদা ডোরা কাটা লেনে আলো কেটে কেটে তোমাকে খণ্ড - খণ্ড দেখবো খণ্ডাংশের ভিতর আলোক শাঁইজির চরণ দেখবো দেখবো লোহার পুলে মানবিক চোখ ঢেলে দিও আজকে সবটুকু অন্তর, কালকে থাকবে না এই আঁচ আমার ঘাড়ের কাছে পুরনো ঘ্রাণের মুখগুলো ভেসে উঠছে আজ তুমি দেখো টেবিলের উপর আলো কার স্পর্শ চাচ্ছে ফুরিয়ে যাওয়া শলাকার দিকে এগিয়ে এসে হৃদপিণ্ডটা খুলে রাখো লালনের পাশে, আমি ঘুমাবো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।