মাঝে মাঝে মনে হয় নিশ্চুপে র্নিবৃত্তে নির্জ্জনে হারিয়ে যেতে,
হয়তো বা র্নিজনতার আদলে, হয়তো বা সম্মুখতার পরিত্রাণে,
হয়তো বা আলোক ছন্দ্রিতার সাথে অভিমান করে।
চাহিয়াও না চাহিয়া বুঝিয়াও না বুঝিয়া দেখিয়াও না দেখিয়া,
স্বাভিমানে চাহিয়া বুঝিয়া দেখিয়া স্বরুপ লুকিয়ে নেয়া।
পরিশ্রান্ত আমি, বিধ্বস্ত আমি,
ভীষন ঘুম পাচ্ছে, ঘুমাবো আমি,
অস্তিত্বের অতলান্তে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।