কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
যারা বিশ্বের ৬৫০ কোটি মানূষকে খাদ্যের নিশ্চয়তা দেয় , তারাই দারিদ্রের কষাঘাতে জর্জরিত।
একটা ব্যায়, নিষ্ঠা এবং ধৈর্যের প্রতিফলনে পাওয়া যায় খাদ্য। প্রতিটি খাদ্য পণ্য উৎপাদনে একজন কৃষক কে, যে ধৈর্য এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হয় তা অন্য কোন শিল্প পন্য উৎপাদনে দিতে হয় না। সেই সব পণ্য উৎপাদনে খুব সহজ শর্তে ব্যাংক ঋণ পাওয়া যায়। আগামীদিনের পৃথিবীর যে সংকট তার মধ্যে বিশুদ্ধ সুপেয় পানির সংকট, সেচ কাজের সংকট তার সাথে বাড়বে খাদ্যের অতিরিক্ত মূল্য যা অনেক সাধারন নাগরিকের ক্রয় সীমার বাহিরে অবস্থান করবে করছে।
মানূষের সমৃদ্ধ জ্ঞান ভান্ডারকে কাজে লাগিয়ে অনেক অসাধ্যকে কাজে লাগানো সম্ভব হয়েছে। আমরা যাদের নিয়ে ভাবছি তারা কি তাদের নিয়ে ভাবছে। পরিমিত সম্পদকে সর্ব্বোচ্চ ব্যাবহার নিশ্চিত করা এখন আধুনিক বিশ্বে অসম্ভব নয়। তাছাড়া বিশ্বের অনেক অনেক সম্পদ এখনো আবিস্কার হয় নি। রয়েছে অব্যবহুত অনেক অনেক কৃষি জমি।
সারা বিশ্বের অব্যবহুত সেই কৃষি জমিকে চাষাবাদের আওতায় নিয়ে আসা সম্ভব। জলবায়ু পরিবর্তনের সর্ব্বোচ্চ অগ্রাধিকার কৃষিকে আধুনিকায়ন।
আগামীদিনের জলবায়ুর নির্ভরযোগ্য ডাটা কৃষকের কাছে হস্তান্তর করতে হবে।
সমূদ্রের তলদেশেও চাষাবাদ করা সম্ভব। মরুভূমিতে চাষাবাদ হচ্ছে।
চাঁদ নিয়ে গবেষনায় উন্নত বিশ্ব যে ব্যায় করেছে তা দিয়ে সাহারা মরূভূমির অর্ধেক সবুজ বিপ্লব করে ফেলা সম্ভব।
তাছাড়া অষ্ট্রেলিয়া ভারত চিন সহ অনেক দেশে বিশাল বিশাল মরুভূমি বিদ্যমান । এই সব অঞ্চলকে চাষাবাদের আওতায় নিয়ে আসা সম্ভব। বিভিন্ন যুদ্ধবাজ দেশ তাদের সামরিক বাহিনীতে যে ব্যায় করে তা দিয়ে বিশ্রে সকল দারিদ্র নিরসন সম্ভব।
অর্থনৈতিক যুদ্ধের পাশাপাশী সবুজ বিপ্লব এখন একটা যুদ্ধ।
আমাদের সকল শক্তি সেই সবুজ বিপ্লবকে ঘিরে শুর করতে হবে।
কার্বন নির্গমনের একমাত্র প্রাকৃতিক উপায় গাছ।
প্রতিনিয়ত অতিরিক্ত শিল্পায়নের ফলে পৃথিবী জুড়ে কার্বন নির্গমনের হার অনেক অনেক গুন বেড়ে গেছে।
সারা বিশ্ব এখন এর থেকে পরিত্রানের উপায় খুজছে। যে পরিমান কার্বন নির্গমন হচ্ছে তা স্বাভাবিক উপায়ে ফিরে নিয়ে সম্ভব নয়।
তবে কিছুটা নিয়ন্ত্রন এবং প্রাকৃতিক শক্তি গাছ যে গাছ পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রন করছে তাকে অগ্রাধীকার ভিত্তিতে তার নিধন বন্ধ করতে হবে। প্রতিটা ইঞ্চি জমিকে বৃক্ষের ছায়ায় নিয়ে আসা জরুরী।
গাছকাটা বন্ধ করো , প্রকৃতিকে রক্ষা করো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।