আমি পূর্ণাঙ্গ স্বাধীনতাকামী অনেকটা সময় পর্যন্ত অনলাইনে ছিলাম না। তাই প্রতিবাদ পাঠাতে এত দেরী হল। ভাবতেই বুকটা ভারী হয়ে উঠে। যেহেতু আমিও একজন ব্লগার। সুতরাং একজন ব্লগার এর অকাল মৃত্যু মোটেই মেনে নেওয়া যাচ্ছে না।
কেন বারে বারে প্রতিবাদী কন্ঠগুলো এভাবে ঝরে পড়বে। যুগে যুগে যা ইতিহাস হয়েছে আজও কেন সেই ইতিহাসের কালো হাতছানি আমাদের এভাবে নিঃশেষ করে দিবে। কি ছিল তার অপরাধ? কেন আজ তাকে মৃত্যুকে আলিঙ্গন করতে হল? আজ সে হয়েছে, কাল যে আমি হব না তার নিশ্চয়তা কি? তিনি তো কোন সম্মুখ যুদ্ধে অংশগ্রহন করেন নি। শুধুমাত্র মসীর যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। মসীর জবাব তো মসীর মাধ্যমেই হতে পারত।
কেন মসীর জবাব হল অসী। এরপর আর জাতি হিসাবে আমাদের লজ্জা কি থাকতে পারে? দুঃখিত রাজীব হায়দার। আমরা পারলাম না তোমাকে পৃথিবীর বুকে আগলে রাখতে। চোখের জল ফেলতে পারি। কিন্তু তোমাকে আর ফিরিয়ে আনতে পারব না।
তুমি থাকবে চির অমলিন হয়ে, লাখ বাঙ্গালীর হৃদয় জুড়ে, সবার অনুপ্রেরনা হয়ে। তোমার নেতৃত্বেই হোক আমাদের মুক্তির এই পথচলা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।