---
মৃত্যুশোকে বিলাপ করা:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ أَوْ شَقَّ الْجُيُوبَ أَوْ دَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ- صحيح مسلم / كتاب الإيمان_ صحيح بخاري / كِتَاب الْجَنَائِزِ
সে আমাদের লোক নয়, যে (মৃত্যুশোকে) নিজের মুখে হাতের তালু দিয়ে আঘাত করে, জামার গলা ছিড়ে ফেলে এবং অন্ধকার যুগের মত হা হুতাশ করে।
________________
সহীহ মুসলিম-কিতাবুল ঈমান, সহী বুখারী-কিতাব উয যানাযা ও মিশকাত ১৬৩৩
ব্যাখ্যা: মৃত্যুশোকে চিৎকার করে কান্নাকাটি ও বিলাপ করাকে প্রচণ্ডভাবে নিরুৎসাহিত করা হয়েছে ইসলামে। যেমন বাড়াবাড়ি আমাদের দেশে মুহাররাম মাসে, ধর্মীয় উৎসব আশুরার সময় দেখা যায়। তবে যে কান্নার মধ্যে কোন বাড়বাড়ি ও বিলাপ নেই, তা নাজায়েয নয়। যেমন অন্য একটি হাদীসে বলা হয়েছে।
دَخَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي سَيْفٍ الْقَيْنِ وَكَانَ ظِئْرًا لِإِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَام فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِبْرَاهِيمَ فَقَبَّلَهُ وَشَمَّهُ ثُمَّ دَخَلْنَا عَلَيْهِ بَعْدَ ذَلِكَ وَإِبْرَاهِيمُ يَجُودُ بِنَفْسِهِ فَجَعَلَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَذْرِفَانِ فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ يَا ابْنَ عَوْفٍ إِنَّهَا رَحْمَةٌ ثُمَّ أَتْبَعَهَا بِأُخْرَى فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْعَيْنَ تَدْمَعُ وَالْقَلْبَ يَحْزَنُ وَلَا نَقُولُ إِلَّا مَا يَرْضَى رَبُّنَا وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ- صحيح بخاري / كِتَاب الْجَنَائِزِ
বুখারীর এ হাদিসটির বর্ণনায় নবী স. তাঁর একমাত্র শিশুপুত্র ঈব্রাহীমের মৃত্যুতে প্রচণ্ড কষ্ট পান ও নীরবে অশ্রুসিক্ত হন, যার মধ্যে কোনরকম বাড়াবাড়ি ও বিলাপ নেই। সাহাবী ইবনে আওফ অবাক হলেন । জিজ্ঞেস করলেন আপনিও কি কাঁদছেন? নবী জবাবে বললেন “ হে আউফ !এ হল দয়া”। এরপর আবারও রাসূল স. নীরবে অশ্রুসিক্ত হলেন। এক কথায়, বিলাপ ও চিৎকার দিয়ে কান্নাকাটি করাটা ইসলামের দৃষ্টিতে ভয়ানক অপছন্দ করা হয়েছে।
তবে যে কান্না বিলাপহীন ও কোন রকমের বাড়বাড়ি থেকে মুক্ত, তাতে কোন নিষেধাজ্ঞা নেই।
___________________
আপনার ইনবক্সে কোরআন ও রাসূলের বার্তা http://Www.islaminbox.tk
[তথ্যসূত্র: http://Www.islaminbox.tk]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।