আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যু শোক

---

মৃত্যুশোকে বিলাপ করা: ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ أَوْ ‏ ‏شَقَّ الْجُيُوبَ ‏ ‏أَوْ دَعَا ‏ ‏بِدَعْوَى ‏ ‏الْجَاهِلِيَّةِ- صحيح مسلم / كتاب الإيمان_ صحيح بخاري / ‏كِتَاب ‏ ‏الْجَنَائِزِ ‏ সে আমাদের লোক নয়, যে (মৃত্যুশোকে) নিজের মুখে হাতের তালু দিয়ে আঘাত করে, জামার গলা ছিড়ে ফেলে এবং অন্ধকার যুগের মত হা হুতাশ করে। ________________ সহীহ মুসলিম-কিতাবুল ঈমান, সহী বুখারী-কিতাব উয যানাযা ও মিশকাত ১৬৩৩ ব্যাখ্যা: মৃত্যুশোকে চিৎকার করে কান্নাকাটি ও বিলাপ করাকে প্রচণ্ডভাবে নিরুৎসাহিত করা হয়েছে ইসলামে। যেমন বাড়াবাড়ি আমাদের দেশে মুহাররাম মাসে, ধর্মীয় উৎসব আশুরার সময় দেখা যায়। তবে যে কান্নার মধ্যে কোন বাড়বাড়ি ও বিলাপ নেই, তা নাজায়েয নয়। যেমন অন্য একটি হাদীসে বলা হয়েছে।

دَخَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏أَبِي سَيْفٍ الْقَيْنِ ‏ ‏وَكَانَ ‏ ‏ظِئْرًا ‏ ‏لِإِبْرَاهِيمَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَأَخَذَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏فَقَبَّلَهُ وَشَمَّهُ ثُمَّ دَخَلْنَا عَلَيْهِ بَعْدَ ذَلِكَ ‏ ‏وَإِبْرَاهِيمُ ‏ ‏يَجُودُ بِنَفْسِهِ فَجَعَلَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَذْرِفَانِ فَقَالَ لَهُ ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏وَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ يَا ‏ ‏ابْنَ عَوْفٍ ‏ ‏إِنَّهَا رَحْمَةٌ ثُمَّ أَتْبَعَهَا بِأُخْرَى فَقَالَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ الْعَيْنَ تَدْمَعُ وَالْقَلْبَ يَحْزَنُ وَلَا نَقُولُ إِلَّا مَا يَرْضَى رَبُّنَا وَإِنَّا بِفِرَاقِكَ يَا ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏لَمَحْزُونُونَ- صحيح بخاري / ‏كِتَاب ‏ ‏الْجَنَائِزِ ‏ বুখারীর এ হাদিসটির বর্ণনায় নবী স. তাঁর একমাত্র শিশুপুত্র ঈব্রাহীমের মৃত্যুতে প্রচণ্ড কষ্ট পান ও নীরবে অশ্রুসিক্ত হন, যার মধ্যে কোনরকম বাড়াবাড়ি ও বিলাপ নেই। সাহাবী ইবনে আওফ অবাক হলেন । জিজ্ঞেস করলেন আপনিও কি কাঁদছেন? নবী জবাবে বললেন “ হে আউফ !এ হল দয়া”। এরপর আবারও রাসূল স. নীরবে অশ্রুসিক্ত হলেন। এক কথায়, বিলাপ ও চিৎকার দিয়ে কান্নাকাটি করাটা ইসলামের দৃষ্টিতে ভয়ানক অপছন্দ করা হয়েছে।

তবে যে কান্না বিলাপহীন ও কোন রকমের বাড়বাড়ি থেকে মুক্ত, তাতে কোন নিষেধাজ্ঞা নেই। ___________________ আপনার ইনবক্সে কোরআন ও রাসূলের বার্তা http://Www.islaminbox.tk [তথ্যসূত্র: http://Www.islaminbox.tk]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.