আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যবিত্ত মন : শরীফ এ. কাফী

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

Moddhyobitto Mon by Sharif A. Kafi মধ্যবিত্ত মন শরীফ এ. কাফী ১১ সেপ্টেম্বর ২০০৯ মধ্যবিত্ত মন আরো কিছু চায় বন্ধুত্বে সূখী নয় পেন্সিলে দাগ টানে রেখাহীন আয়নায় চেহারাটা অন্য কারো হয়ে যায় সুখের সীমানা টানতে টানতে মনের ঠিকানায় মধ্যবিত্ত মন সব কিছুর নিজের অস্তিত্বে বুর্জোয়া পুজিপতির মত মালিক হতে চায়। সব্যসাচী সারাজীবন আমি ছিলাম কষ্টমুক্ত সবার ভালবাসায় বন্ধুত্বের সরল সংগায় মধ্যবিত্ত মন বন্ধুত্ব ছাড়িয়ে আরো চায় নিবিড় হতে আবেগে একান্ত বালবাসায় লাখেরাজ নই আমি তোমার খতিয়ানেও নয় মানুষকে মানুষই ভাবি আছে বন্ধুত্বের দায়। এক নাটক এক অঙ্কে এক নায়ক এক নায়িকার দর্শকহীন মঞ্চাভিনয়ে মধ্যবিত্ত চায় যুগল অভিসার একই ফ্রেমে বাধানো একই দৃশ্যের ছবি মধ্যবিত্ত মন দেখতে চায় প্রতিক্ষণ নিজের সিনেমায় বুঝতে চায় না সে ধরার সব কিছু তার নয় প্রত্যাশায় অত্মাহুতি দেব? আছে বিশ্বস্ততারও দায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।