এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........
এর আগে ভাবসম্প্রসারন এবং রচনা সমগ্র সংগ্রহ করায় আপনারা অভূতপূর্ব সারা দিয়েছিলেন (যদিও ৮০% ভাবসম্প্রসারন মৃন্ময় আহমেদ আর ৬০% এর বেশি রচনার নাম এপু লিখছিলো)। যাই হোক এখন আমার মন চাইতেছে খাস বাংলা (গ্রাম বাংলার) প্রবাদ প্রবচন সংগ্রহ করতে। আপনারা আপনাদের আন্চলিক প্রবাদ সমূহ মন্তব্যের ঘরে রেখে যান। তবে খাস বাংলা প্রবাদ দেয়ার চেষ্টা করবেন।
যেমন "চোরের সাক্ষী গাইদ কাটা" এটা খাস বাংলা প্রবাদ তবে চোরে চোরে মাসতুত ভাই এটা একটা ইংরেজী প্রবাদের বঙ্গানুবাদ মনেহয়।
তো ব্লগার রা আমি স্টার্ট করছি আপনারা আশা করি কন্টিনিউ করবেন:
১) চোরের সাক্ষী গাইদ কাটা
২)ঐ দিন আর নাইরে নাতু, খাবলা খাবলা পায়রার ছাতু
৩)সেই তো মল খসালি তবে কেন লোক হাসালি
৪)কইলাম কথা সবার মধ্যে; যার কথা তার গায়ে যায় বিন্দে
৫)যার বিয়া তার খবর নাই পারা পড়শির ঘুম নাই
৬)কী জামানা আইলো রে নানী; বাঘের খাচায় ছাগল ঢুইকা করে কত মস্তানি
৭)শিয়ালের কাছে মুরগী বর্গা
৮)অতি বড় সুন্দরি না পায় বর
অতি বড় ঘরণী না পায় ঘর
৯)আপনি খেতে ভাত পায় না শংকরারে ডাক
১০)ভাত পায় না চা খায়
১১) আপ ভালা তো জগৎ ভালা।
১২) সব রসুনের একই কোয়া।
১৩) নিজে বাচলে বাপের নাম।
১৪) নাতিখাতি বেলা গেলু শুতি পারলামনা।
১৫) নংটার নাই বাটপাড়ের ভয়।
১৬) যারে দেখতে নারি তার চলন বাঁকা।
১৭) ঘোমটার তলে খেমটা নাচ।
১৮) যারে নিন্দে, তারে পিন্দে।
১৯) আপনে বাঁচলে বাপের নাম
২০) সকল কিচু মানি, তাও ভাই তালগছডি হামারই (বিচার মানি তালগাছ আমার)
২১)সুনার আংটি আবার ব্যাকা-সুজা
২২) স্বর্ণকারের খুটখাট কামারের এক ঘা!
২৩)কামারের দুহানে কুরান শরীফ পরুমনি?
২৪)হাতী কাদায় পড়লে চামচিকায়ও লাথি মারে
২৫)হোদল বনে শিয়াল রাজা
২৬) তোর গোয়ালে মোর বিয়াইছে গাই সেই সুত্রে তালতো ভাই
২৭)ঠাকুর ঘরে কে রে ? আমি কলা খাই না
২৮)নোন ছাড়া ঘি মাটি
২৯)কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে টাঁশ টাঁশ
৩০)হাতি ঘোড়া গেল তল মশ বলে কত জল
৩১)লাখ টাকা লাখ টাকা তিন কুড়ি তিন টাকা
৩২) কই হইল আগরতলা
আর, কই চৌকিরতলা
২৪)যেই না মাইয়ার চেয়ারা
নাম রাইখছে ফেয়ারা জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
২৫) নদীর পানি ঘোলা ভালো; জাতের মেয়ে কালো ভালো
২৬)আগে দর্শনধারী পরে গুণ বিচারি
২৭)কিয়ের মইধ্যে কী পান্তাভাতে ঘি
২৮)বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিঁচি ।
২৯)মায়ের চেয়ে মাসির দরদ বেশি
৩০)ভাত দেয়ার ভাতার নাই ; কিলানোর গোসাই
৩১)হাতে দৈ মুখে দৈ
তবু কয় কৈ দৈ?
৩২)আকামের মাঝু
কদু কুটনের যম।
(মানে কী??)
৩৩)নুন খাই যার গুন গাই তার
৩৪)কাছা দেয়ার কাপড় নাই মাথার ওপর ঘোমটা চাই
৩৫)গরীবের বৌ হগ্গলের ভাবি
৩৬)১৮+
রাজায় কইছে ুদি'র ভাই
আনন্দের আর সীমা নাই।
(১৮+
রাজায় কইছে শালার ভাই
আনন্দের আর সীমা নাই।
)
৩৭)বিলাইর মুতে আছার খাওয়া (পচা শামুকে পা কাটা)
৩৮)শাক দিয়া মাছ ঢাকা
৩৯)আপনের চেয়ে পর ভালো; পরের চেয়ে জঙ্গল ভালো
৪০)ধোঁয়া আর প্রেম চেপে রাখা যায় না
৪১)প্রেমের মরা জলে ডুবে না
৪২) এমনেই নাচুনে বুড়ি তার ওপর ঢোলের বাড়ি
চেষ্টা চরিত্র করলে মনে হয় আরো কিছু লিখতে পারবো তবে আমি সব লিখলে আপনারা কী লিখবেন; আর আপনারা কিছু না লিখলে পোস্ট হিট হবে কেমনে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।