যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
লাল ফিতার দৌরত্ম কিংবা যেকোন সরকারী অফিস আদালতের কাজ, তার মানেই অযথা সময় আর অর্থের খরচ । এটা প্রতিষ্ঠিত বিষয় । আর ১০ মিনিটের কাজ মানে সারাদিনের মামলা, এ্যাট-লিস্ট ।
কদিন আগেই ভিসা ফর্ম পূরণ করতে যেয়ে দেখি পাসপোর্টের মেয়াদ ৬ মাস নেই , নবায়ন না করলে ভিসা পাবো না । আমার তো মাথায় হাত, আমলাতান্ত্রিক জটিলতায় না জানি কয়দিন লাগে!!!
এক অভিজ্ঞ বন্ধুর শরণাপন্ন হলাম, সে বললো দোস্ত এখন এগুলা কোন ব্যাপার না- ওয়ান স্টপ সার্ভিস !! সরকারী অফিসে ওয়ান স্টপ আর নাইন স্পট এইকী !! যেখানে সব কাজই তো স্টপ হইয়া থাকে । আজ সকালে সারাদিন কাটানোর প্রস্তুতি নিয়া পাসপোর্ট অফিসে রওনা হলাম । অফিসের সামনে পৌছাঁ মাত্রই আমি কয়েকজন দালালের খপ্পরে .... ভাই নতুন-পুরান- নবায়ন-প্রনয়ন কি চাই, আমি নিরুপায় হয়ে বল্লাম.... মামা...মামার সাথে দেখা করব !! ... ভাই মামা লাগবে কেন.. আমরা আছি না.. শুরু হল আরেক দফা টানাটানি.. এবার কইলাম ট্যাকা নিতে আসছি... লোকজন এবার বিরক্ত হয়ে আমারে ছাড়ল... এবার ধাতস্থ হয়ে ওয়ান স্টপ খুজঁলাম.. ভিতরে ঢুকে এক কর্ণারে ফর্ম দেয়া হচ্ছে তার পাশে আরেক মুরুব্বী জ্ঞান বিতরণ করছেন... ভাবলাম ইনি নিশ্চয়ই বড় দালাল!! পড়ে বুঝলাম ওটা ইন্ফো সেন্টার... বিনামূল্যে তথ্য দেয়া হচ্ছে.. তিনি খুব হেল্পফুল!! সেখান থেকে তথ্য নিয়ে ফর্ম পূরণ করে টাকা জমা দিয়ে অপেক্ষা করছি, ইমার্জেন্সী!! নিয়ম মাফিক ১ ঘন্টা লাগার কথা আমাকে বললো ১/২ ঘন্টা!! আমি এবার সংশয় এর মধ্যে পড়লাম, ভাবছি এখানে কোথাও লাঞ্চ করতে হবে, তাই ভাবলাম আরেকবার জিজ্ঞেস করে লাঞ্চ সেরে আসি, জিজ্ঞেস করতে গিয়ে দেখি আমার পাসপোর্ট নাকি রেডি!! পাসপোর্ট হাতে নিয়ে ভালো করে দেখলাম আসলেই এরা নবায়ণ করছে কিনা!! দেখি হ্যাঁ নবায়ণও হয়ে গেছে!! আসলেই তো এটা ১০ মিনিটের কাজ, সিল দিয়ে স্বাক্ষর দিয়ে নবায়ণ ডেট দিবে কাজ তো এই ।
এতো দিন এই কাজ ছিল ... সে কথা নাই বল্লাম ।
সর্বোসাকুল্যে ২০ মিনিট-- আমি তাজ্জব হয়ে গেলাম ।
সব সরকারী অফিসেই কি এমন তাজ্জব হবার ব্যবস্থা করা যায় নাহ!!
"রাহা "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।