আমাদের কথা খুঁজে নিন

   

লেডি কিলার, শিকার ১১ নারী, টার্গেট ছিল ১০১

ইচ্ছে করে হারিয়ে যাই তোমার সীমানায়
সিরিয়াল কিলার রসুর টার্গেট ছিল যুবতীরা। তার খুনের নেশার শিকার হয়েছে অন্তত ১১ নারী। জীবনে প্রথম প্রেমে ব্যর্থ হয়েছিল রসু। তার শোধ তুলতে সে পরিণত হয় ভয়ঙ্কর খুনিতে। নিষ্ঠুর প্রতিজ্ঞা ছিল যন্ত্রণা দিয়ে, নির্যাতন চালিয়ে খুন করবে ১০১ নারীকে।

পুলিশ ও মানুষের নজর এড়িয়ে রসু চালিয়ে যায় তার খুনের মিশন। ১১ নারীকে খুন করে শেষে একটি খুনের ঘটনায় ধরা পড়ে চাঁদপুরের ফরিদগঞ্জ পুলিশের হাতে। রিমান্ডে সে জানায়, প্রেমের প্রলোভন, বিয়ের ফাঁদে ফেলে সে টার্গেট করে একের পর এক নারীকে। হত্যার পর লাশের ওপরও নির্যাতন চালিয়েছে লেডি কিলার রসু। লাশ গুম করেছে বিচিত্র উপায়ে।

দেখুন-আজকের মানব্জমিন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।