আমাদের কথা খুঁজে নিন

   

কিশোরদের জন্য হৌক সাধারণ মোবাইল, নেট ব্যাবহারে কঠোর নিয়ন্ত্রণ বা অভিভাবক নিয়ন্ত্রিতঃ পর্ণগ্রাফির কুপ্রভাব প্রসঙ্গে

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

কিছুদিন আগে পোষ্ট দিয়েছিলাম মাত্র ১৪.৫ কেবিপিএস হলেই ইন্টারনেটে বিভিন্ন টিভি চ্যানেলস নিরবিচ্ছিন্ন ভাবে দেখা যায়; Click This Link এই ঘটনার পিছে অন্য কারণ আছে। কারণ http://www.ontvtime.com সাইটটি শুধুই নেটে বিদেশী চ্যানেল দেখব তা নয়। একটি বিশেষ চ্যানেল খুজতে যেয়ে এই অনটিভিটাইম সাইটটির অস্তিত্ব পাই। আমার কাছে সরকারের বিদেশী কোন চ্যানেলের উপর নিষেধাজ্ঞা পছন্দ নয় বিশেষ করে সংস্কৃতী ও পাশ্চাত্যর আপত্তিকর চালচলন নিয়ে। আমি বুঝি বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে।

তার যা করে বিশেষ করে আমাদের যাদের বয়স হয়েছে আশা করি তারা বেশীর ভাগই সামাজিক দ্বায়িত্ব সচেতন। যাই হৌক প্রায় ২০০০ সাল হতে ৭/৮ বছর চলার পর রুশ রেন টিভি ফখরুদ্দিনের সরকার বন্ধ করে দেয় ২০০৭ সালে। ইতিমধ্যে ২০০৯ সাল চলে এসেছে। মানুষ মুখে শুনি যে বহু আন্তর্জাতিক টিভি চ্যানেল নেটওয়ার্ক স্যাটেলাইটের পাশাপাশি ইন্টারনেটেও তাদের অনুষ্ঠান ব্রডকাষ্ট করে। তাই খুজলাম রেন টিভিকে।

পেয়েও গেলাম এই অনটিভিটাইমের একটি জায়গায়। তারপর একদিন মনে হল কেন শুধু রেন টিভি আর কি কি চ্যানেল আছে তা দেখি না। পেয়েও গেলাম রুমানিয়া, ইটালী, ফ্রান্স, জার্মানী সহ সেই দূর আর্জেন্টিনারও চ্যানেল; http://www.ontvtime.com/general/canal-7.html যাই হৌক ইদানিং প্রযূক্তির কল্যাণে ১৮+ রেটেড, থ্রি-এক্স বা পর্ণগ্রাফি ছবি যাই বলিনা কেন উলঙ্গ এবং যৌন বাণিজ্যিক মূভি, নাটক এবং বিভিন্ন প্রোগ্রাম ব্যাপক হারে ছেয়ে গেছে। এমনই হয়েছে যে বছরে নাকি ৫৭ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশী বাণিজ্য হয়। বিশ্বাস না হলে দেখুন(২য় পৃষ্ঠা); Pornography Industry Statistics: Size of the Industry $57.0 billion world-wide - $12.0 billion US Adult Videos $20.0 billion Escort Services $11.0 billion Magazines $7.5 billion Sex Clubs $5.0 billion Phone Sex $4.5 billion Cable & Pay Per View $2.5 billion Internet $2.5 billion CD-ROM $1.5 billion Novelties $1.0 billion Other $1.5 billion Click This Link অনেক দরিদ্র দেশের জিডিপিরও বেশী।

এর মূলে মুনাফা বাণিজ্যর এতই প্রভাব বোধ করি উত্তর কোরিয়া, কিউবা সহ মাত্র ২/৪টি কঠোর সমাজতান্ত্রিক দেশের পক্ষেই ইন্টারনেট বা পর্ণ-বাণিজ্য রোধ করা গেছে। এই ৫৭ বিলিয়ন ডলারের সকল পর্ণগ্রাফিই ইন্টারনেটে সহজলভ্য যদিও অনেক ক্ষেত্রে পে তারপরেও হ্যাকার এবং শেয়ারমূলক বিভিন্ন ওয়েব সাইট Rapid, Mega, Torrent সহ ডজনের উপর সাইট আছে যেখান হতে বিভিন্ন রকম পর্ণগ্রাফি বিনামূল্যে পাওয়া যায়। তারপরেও দিনকে দিন পর্ণগ্রাফি ব্যাবসার লাভ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন স্পন্সর সর্বপরি গুগল এডসেন্স হিটের কারণেও ডলার কামাই হচ্ছে যেহেতু প্রতিদিনই নতুন নতুন ইন্টারনেট ব্যাবহারকারী বাড়ছে। যাদের প্রায় ৯৫%ই পর্ণগ্রাফি কম-বেশী দেখে থাকে।

তার উপর মাল্টিমিডিয়া মোবাইল এই নেট ব্যাবহার বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আগে যেখানে ১২৮-২৫৬ মেগাবাইটস ম্যামরি কার্ড যে দাম ছিল এখন ২ গিগাবাইটসের ম্যামরি কার্ড সেই একই দামে পাওয়া যায়। এ কারণে অনেক অভিভাবক বুঝে হউক না বুঝে হউক পিসি সহ এই ধরণের হাইটেক মোবাইল তার কিশোর বয়সের ছেলে মেয়েদের হাতে তুলে দিচ্ছে। বিভিন্ন সিডি-ডিভিডির দোকান তো বটেই মোবাইল সার্ভিসিং এর দোকান গুলোতেই প্রচুর পর্ণগ্রাফি ভিডিও পাওয়া যায়। মাত্র ৫-১০ টাকা দিলেই তারা মোবাইলে লোড করে দেয়।

লক্ষ্য করে দেখেছি বিভিন্ন পাড়া মহল্লার ১০-১৫ বয়সের কিশোররা গোল হয়ে প্রকাশ্য রাস্তায় পর্ণগ্রাফি মূভি উপভোগ করছে। কেউ হয়তো ধনী বা অবস্থাভাবপন্ন অথবা সামর্থ্যবান পরিবারের ছেলে। একজন দুইজন কিনলেই হল তার সমবয়সী সব বন্ধুরাও দেখে দেখে পর্ণগ্রাফির প্রতি আসক্ত হচ্ছে। তাই দেখা যায় অল্প বয়সেই সম বয়সী মেয়েদের পিছু লাগা, কারো সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলা তা না হলে পছন্দের মেয়েটিকে বিরক্ত করা তাদের রুটিনগত অভ্যাসে পরিণত হয়েছে। এমনে স্বাভাবিক বয়সের আকর্ষণ হয়ত বহুকাল ধরেই চলে আসছে কিন্তু পর্ণগ্রাফির কালো থাবা তাদের কে আরো অস্থির করে তুলছে।

পড়া-লেখা সহ জীবন গঠন মূলক কাজে বেশীর ভাগই সময় দিতে পারে না অথবা মনোনিবেশ করতে পারে না। বিভিন্ন ক্ষেত্রে অল্প বয়সেই নারী ঘটিত ব্যাপারে জড়িয়ে পরে নিজের এবং পরিবারের সুনাম ধুলায় মিশিয়ে দিচ্ছে। এ ছাড়াও আরও অনেক কিশোর বয়সের প্রাসঙ্গিক বিষয় আছে যার পরিত্রাণ করা যেতে পারে, টিভি-ভিডিও প্লেয়ার, পিসি সম্পূর্ণ অভিভাবক নিয়ন্ত্রণে থাকা। পিসি ব্যাবহারের সময় অভিভাবকের পর্যবেক্ষণে ব্যাবহার করা। যদি কারো অল্প বয়সে ১০-১২ এর অধিক মোবাইল ফোন ব্যাবহার করা তা যেন সাধারণ মোবাইল হয়।

মাল্টিমিডিয়া সেল ফোন দিলে আজ বা কাল তার কাছে পর্ণগ্রাফি মূভি বা উলঙ্গ স্থির চিত্র আসবেই। তাই যদি এ সকল ইলেকট্রনিক্স ডিভাইস এবং প্রযূক্তিগত বিষয়গুলো ব্যাবহার অন্তত কিশোর বয়সের ছেলে মেয়েদেরকে যথাযথ পর্যবেক্ষণে রাখা যায় তো আশাকরি অল্প বয়সে পর্ণগ্রাফির কুপ্রভাব থেকে বহুলাংশেই রক্ষা পাবে। আর প্রচলিত নিয়মে কিশোর বয়সে সন্তান স্কুল, পাড়া-মহল্লার কার সাথে মিশলো বা খেলাধুলা করল সেটাও নজরে রাখতে হবে । যাতে করে ওইটুকু সময়ে তারা পরিবার-সমাজ-রাষ্ট্রীয় জীবনে ভালো আদর্শ ভাবে সচেতন এবং যথাযথ দ্বায়িত্বশীলতা অর্জন করে ভালো নাগরিক হিসেবে গড়ে উঠবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.