দায়িত্বে অবহেলার অভিযোগে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক এসএম আনোয়ারুল করীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাহনেওয়াজ দিলরুবা খান শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কিশোর উন্নয়ন কেন্দ্রের ভেতরে মঙ্গলবার রাতে ২০ কিশোর ব্লেড দিয়ে নিজেদের দেহ ক্ষতবিক্ষত করে আত্মহত্যার চেষ্টা করে। হানিফ নামে এক কিশোরের কফ সিরাপ সেবন করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান শাহনেওয়াজ দিলরুবা খান জানান, মঙ্গলবার রাতে ওই কেন্দ্রে ২০ কিশোর ব্লেড দিয়ে নিজেদের দেহ ক্ষতবিক্ষত করে আত্মহত্যার চেষ্টা করে। এখানে কর্তৃপক্ষের অবহেলা রয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে আনোয়ারুল করীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।