আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্রের নিচে মালদ্বীপের মন্ত্রিসভার বৈঠক

পাইক, পেয়াদা টাইপের মানুষ

পানির নিচে একটি ব্যাতিক্রমধর্মী মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন মালদ্বীপের মন্ত্রীরা। মূলত এ বৈঠকের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিষয়টি মানুষের সামনে তুলে ধরতে চান তারা। এছাড়া ডিসেম্বরে কোপেনহেগেনে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে বিষয়টি গুরুত্ব দেয়ার জন্য এ ব্যতিক্রমী বৈঠক। এজন্য মন্ত্রিপরিষদের ১৪ সদস্যকে এক সপ্তাহব্যাপী স্কুবা ডাইভিংয়ের মৌলিক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। একজন মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে কোনো প্রশিক্ষণ নিতে হবে না কারণ তিনি একজন স্বীকৃত ডাইভার।

মন্ত্রীদের পোশাক এবং স্কুবার জিনিসপত্র প্রদান করা হবে। এরপর প্রশিক্ষণের প্রয়োজনে ছয় মিটার গভীর পানিতে তাদের ছাড়া হবে। বৈঠকে মন্ত্রীরা হোয়াইট বোর্ড এবং হাতের সংকেত ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করবেন। আগামী ১৭ অক্টোবর মোহাম্মদ নাশিদের সভাপতিত্বে এ বৈঠকে অনুষ্ঠিত হবে। জলবায়ু পরিবর্তনে সবচে ঝুঁকিতে আছে মালদ্বীপ।

২০০৭ সালে জাতিসংঘের আন্তঃসরকার প্যানেল সতর্ক করে জানায়, ২১০০ সালের মধ্যে সমুদ্রের পানির উচ্চতা ৭ থেকে ২৩ মিটার বৃদ্ধি পাবে। এরজন্য তাদের বসবাসের সমস্যা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।