আমাদের কথা খুঁজে নিন

   

ভুলে যেতে চাই

আমার জলেই টলমল করে আখি, তোমার চোখের অশ্রু কোথায় রাখি
প্রানপণ নিজের মধ্যেই থাকতে চাই আর ভুলে যেতে চাই নির্ঝরনীর ছলছল আর্তনাদ, গাঢ় উপত্যকার কামনাপ্লুত শ্লোগান। চোখ মেলে তাকাই রৌদ্রোজ্জ্বল ধুলোমাখা বাতাসকে উপেক্ষা করে। তবুও বাতাসে ভেসে বেড়ায় অবাঞ্ছিত রমনীয় রেণু, চোখে মুখে ডানা ঝাপটানোর ফস্কে যাওয়া কাতরতা; প্রানপণ নিজের মধ্যেই থাকতে চাই, আর ভুলে যেতে চাই-শিশ্নহারা মানুষের অহেতুক পৃষ্ঠপোষকতা। তবুও কোথায় যেন লুকোছাপা অদম্য কৌতুহলে এপাশ ওপাশ করে, আমার দৃষ্টি কখনো আউট সুইং, কখনো ইন সুইং করে ভেঙ্গে ফেলতে চায়, ভেঙ্গে ফেলতে চায় অনেক দিনের জমিয়ে রাখা অবগুন্ঠিত প্রেমাষ্পদ। প্রানপণ নিজের মধ্যেই থাকতে চাই আর ভুলে যেতে চাই অপন্যাসে জর্জরিত পাওনাদার প্রেমিকার কথা; দুরন্ত প্রেমের ১০০ মিটার দৌড়ে যাকে আমি ছুঁতে চেয়েছিলাম আর দিতে চেয়েছিলাম সংঘবদ্ধ প্রেমের ছলাকলা।

প্রানপণ নিজের মধ্যেই থাকতে চাই আর ভুলে যেতে চাই-, তোমার অক্ষত পেলব ওষ্ঠের কমনীয়তা। কিন্তু ভোরের বাতাসের আগেই কে যেন আসে? ঘটে নীরবে নিঃশব্দে ক্ষরন, আর এক রাশ অবসাদ, অনুতাপ! বিদগ্ধ চিত্ত!! প্রানপণ নিজের মধ্যেই থাকতে চাই আর ভুলে যেতে চাই কোন এক স্কুলগামী মেয়ের অবরুদ্ধ দৃষ্টি। যার তৃষ্ণার্ত দৃষ্টি মেপে নেয়, চেখে নেয়, আর মনে মনে গজ ফিতে নিয়ে সাজাতে বসে কৈশোরোত্তীর্ণ কলঙ্কার। স্বপ্নাতুরা চোখে নিস্ফল আলোড়ন, অদম্য আবেদন। প্রানপণ নিজের মধ্যেই থাকতে চাই আর ভুলে যেতে চাই-, মানুষে মানুষে দৈন্যতা, রাজনীতির পরিপাটি সহিংসতা।

অসীম স্বার্থে জর্জরিত রাষ্ট্রযজ্ঞ, ধর্মযজ্ঞ, নির্লজের কালো থাবা। কিন্তু কোথায় যেন কালো পেশী ঘৃনায় জর্জরিত অপলক শশী। তাই নিজেই দাড়িয়ে পড়ি উপরোক্ত এক সংজ্ঞায়! প্রানপণ নিজের মধ্যেই থাকতে চাই আর ভুলে যেতে চাই তোমাকে, তোমাদের । ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.