আমাদের কথা খুঁজে নিন

   

অপারেশন উত্তরবঙ্গের প্রথম দিনের উপলব্দি

সময়কে কাধে নিয়ে চলো বন্ধু

মানুষের জীবনযাত্রা কত সাধারন দিনাজপুর না এলে জানতে পারতাম না। গতকাল কুমিল্লা থেকে দিনাজপুর এসেছি। আমরা ৫বন্ধু। ঘুরবো উত্তরাঞ্চল। আমি দিনাজপুর শহরের কিছু স্থাপনাতে গিয়েছি।

আর আগামীকাল দিনাজপুর জেলা শেষ করে ঠাকুরগাও নীলফামারী যাবো। তারপর ফেরার পথে রংপুর ও বগুড়াতে টাচ দিয়ে আসবো। জয়পুরহাটে সময় পেলে পা ফেলবো। এই অঞ্চলের মানুষ অনেক সহজ সরল প্রকৃতির। মানুষের জীবনযাত্রা খুবই চমৎকার।

খাবার হোটেল থেকে যানবাহন সব জায়গায়ই তাদের আচরন ও চলন সংস্কৃতি আমাদের মুগ্ধ করছে। এখানে একটি বিষয় আমাদের খুব অভিভুত করলো। দুপুরের লাঞ্চ করেছি দিনাজপুর রেলওয়ের এক রেস্তোরাতে। খাবার পর যা বিল দিলো তা দেখে আমরা রীতিমতো থ' খেয়ে গেলাম। মেনুতে যা ছিল, ভাত, খাসি, সবজি, ডাল, কাবাব।

খাবার পর চা। সব মিলিয়ে ৫জনের বিল আসলো মাত্র পৌনে তিনশ টাকা। যা ঢাকা বা আমার শহর কুমিল্লায় হলে সহস্রাধিক হতো। দিনাজপুর শহরে উচুঁ কোন শপিং মলও দেখিনি। কোথাও যানজট নেই।

মানুষের ভিতর অতিমাত্রায় উল্লাস নেই। সবাই খুব স্বাভাবিক ও সরল জীবন যাপনে অভ্যস্থ। আগামীকাল সাওতাল পল্লীতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তারপর পরবর্তী স্থানের উদ্দেশে আমাদের পথচলা আবার শুরু হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।