আমাদের কথা খুঁজে নিন

   

অপারেশন; মঙ্গাপীড়িত উত্তরবঙ্গ

সময়কে কাধে নিয়ে চলো বন্ধু

কুমিল্লা থেকে দিনাজপুর। বহু পথ ঘেটে, বহু পথ ঘুরে আমি এবং আমার বন্ধুরা এখন দিনাজপুর। বার্ড ক্যাম্পাসের মাঠের গ্যালারীতে বসে হঠাত দেশ ভ্রমনের এক আকুলতা থেকে আজকের এ সফর। উত্তরবঙ্গের কিছু জেলার জীবনযাপন সংস্কৃতি খুব কাছ থেকে অবলোকনের সুতীব্র বাসনা নিয়ে দিনাজপুর আমাদের সিলেকশন। তারপর রংপুর, বগুরা, গাইবান্ধা জেলাগুলোতে আমাদের অবস্থান করার পরিকল্পনা।

কুমিল্লা শহর থেকে বেলা সোয়া বারোটায় আমরা গাড়িতে উঠি। সকালে মন্দা আবহাওয়ার কারণে আমাদের যাত্রায় কিছুটা বিলম্ব হয়। এ সফরে আমরা যারা আছি; আমি খালেদ, মুসা, জিকু, সোহেল ও পলাশ। সোহেলের প্রাইভেটকারে চেপে বসে আমরা একটি সুন্দর ট্যুরের প্রত্যাশা করে যাত্রা শুরু করি। এরই মধ্যে অনেক আনন্দ আর বিনোদনের মধ্য দিয়ে আমারা দিনাজপুর শহরে পৌছেছি রাত সোয়া এগারোটায়।

গাড়ি পার্কিং করা যায় এমন একটি রেস্ট হাউজ খুজতে গিয়ে আমরা অনেক সমস্যায় পড়ি। কেননা এ শহরে আমরা সবাই নতুন। আর রাত এগারোটা বাজতেই শহরটি যেন ঘুমিয়ে গেছে। তবুও কিছু পথচারীর সহযোগিতায় ডায়মন্ড হোটেলে অবস্থান করি। বগুড়া থেকে দিনাজপুর পর্যন্ত আসতে বগুড়ার পর রংপুর আর গাইবান্ধা জেলা দুটোকে টাচ করলাম কিন্তু এখানে কোথাও সিএনজি পাম্প নেই।

আর মহাসড়কটিও অনেক নীরব। অনেক দূর পর পর দ্রুতগামী একটি কখনো দুটি গাড়ি পেয়েছি। রাতের বেলা এ মহাসড়কটি খুব ব্যস্ত মনে হল না। আগামীকাল দিনাজপুর শহরের উল্লেখযোগ্য স্থাপনাগুলো পরিদর্শন করবো। দিনাজপুর শহরের ভালো কোন স্থাপনা সম্পর্কে এবং এখানকার সংস্কৃতি সম্পর্কে কিছু জানার থাকলে সহায়তা করুন।

আমাদের সকলের পরামর্শক্রমে এ সফরের নাম নির্ধারন করলাম অপারেশন; মঙ্গাপীড়িত উত্তরবঙ্গ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।