আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্র সরোবরে বৃষ্টিভেজা ব্লগাড্ডা

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

বিকালের বৃষ্টির পর সন্দেহ ছিল আড্ডায় ব্লগাররা আসবে কিনা। কয়েকজনতো অন্তত আসবে এই ভেবে রবীন্দ্র সরোবর মঞ্চে যাই। গিয়ে কয়েকজন ব্লগারকে আলাপরত অবস্থাই পাই। তারপর থেকে কেবল ব্লগারদের আগমন। নতুন নতুন ব্লগার।

নতুন নতুন অর্থে এর আগে কোন আড্ডায় এসব ব্লগাররা আসেন নি । অনেকের সাথেই পরিচিত হয়েছি। কিন্তু এতো নিক সবার নামই ভুলে গেছি। ২০০৭ সালের ১৭ ডিসেম্বরের আড্ডার পর এই আড্ডাতেই সবচেয়ে বেশি ব্লগার একত্রিত হয়েছে। সবমিলিয়ে প্রায় ৭০-৭৫ জনের মতো ব্লগার ছিল।

ব্লগ নিক যে কতোগুলা ছিল সেইটা না হয় নাই বললাম । চান্দবাজী করে খাওয়া দাওয়া ও হয়েছে। তবে বৃষ্টি আড্ডার পিছু ছাড়ে নি । খাওয়া দাওয়ার দুইটা গল্প বলি। ১. ব্লগার আরিয়ানা হাতে কলাপাতা রেখে কি জানি খাইতেছিলো।

কাছে গিয়ে জানা গেল খুবই ঠান্ডা, জিনিষটা বরফিমালাই। বগুড়া না কোন এরিয়ার জানি। কয়েকদফা খেয়ে দেখলাম। স্বাদ বড়ই সৌন্দর্য্য । টাকা অবশ্য আরিয়ানা আপু দিয়েছে।

পরের টাকায় খেতে ভালোই লাগে । ২. আড্ডায় সবার সাথে পরিচিত হচ্ছিলাম। এমন সময় সুনীল সমুদ্র'দা এসে হাজির। উনি আবার ব্লগাড্ডায় আসলেই কিছু না কিছু খাবার নিয়ে আসেন। হাতে একটা প্যাকেট দেখতেই টান দিয়ে নিলাম।

খুলে দেখি চকলেট । অবশ্য সবাইকে দুই দফা দিতে গিয়ে নিজের ভাগে একটার বেশি পড়লো না । উপস্থিত হওয়া ব্লগারদের একটা লিস্ট দেওয়া যেতে পারে। একটু পরে আপডেট করে দিমুনে। আলসেমী লাগে কে কে ছিল মনে করার চেষ্টা করি.... ১. প্রত্যুৎপন্নমতিত্ব ২. জামাল ভাস্কর ৩. মেজবাহ য়াযাদ ৪. লাল দরজা ৫. অন্যমনস্ক শরৎ ৬. আইরিন সুলতানা ৭. ভোরের তারা ৮. আমাবস্যার চাঁদ ৯. পল্লী বাউল ১০. মনপুরা ১১. রাতমজুর ১২. বৃত্তবন্দী ১৩. আবদুল্লাহ আল মনসুর ১৪. ক্যামেরাম্যান ১৫. কালপুরুষ ১৬. ভেংচুক ১৭. শ্রাবণসন্ধ্যা (সঙ্গে ভবিষ্যৎ ব্লগার জাফনা) ১৮. আরিয়ানা ১৯. রোহান ২০. শামসীর ২১. সৈয়দ সাইফুল আলম শোভন ২২. খুশবু ২৩. আবু সালেহ ২৪. রায়হান(তন্ময়) ২৫. রক্ত রঙ ২৬. সুনীল সমুদ্র ২৭. সাইকেল আরোহী ২৮. ঘাসফুল ২৯. ফয়সালরকস ৩০. কাব্য ৩১. গোয়েবলস ৩২. ফারা তন্বী ৩৩. শুভ ৩৪. তাজাকলম ৩৫. দন্ডিত পুরুষ ৩৬. ইউনুস খান ৩৭. ব্যতিক্রমী ৩৮. নীল ভ্রমরা ৩৯. জানপরী ৪০. সবার প্রিয় ৪১. দূর্ভাষী ৪২. সৌম্য ৪৩. শফিকুল (সঙ্গে কনিষ্ট ব্লগার জাইমা) ৪৪. জটিল ৪৫. জুলভার্ণ ৪৬. নিশাচর ৪৭. চাচামিঞা ৪৮. রথে চেপে এলাম ৪৯. অন্ধ দাড়কাক ৫০. পারভেজ ৫১. আলঝেইমার ক্রিস্টোসান ৫২. রশিদুল হাসান ৫৩. তপু ৫৪. তানভীর ৫৫. শিবলী ৫৬. মিলটন ৫৭. পথিক!!!!!!! ৫৮. সুপ্ত ৫৯. সোনালীডানা ৬০. হমপগ্র ৬১. পাথুরে ৬২. পারভীন রহমান ৬৩. এলোমেলো ৬৪. স্পর্শহীন কিছুদিন ৬৫. ভিজামন ৬৬. চোরকাঁটা ৬৭. আই আনাম ৬৮. আসাদ /পারেভজ ৬৯. মন মানে না ৭০. যাযাবর পাখি ৭১. (এইখানে আমার নাম ) ৭২. মুখ ও মুখোশ ঁঁঁঁঁঁ আরে নাম অ্যাড হবে ঁঁঁঁঁঁঁঁ ঁঁঁঁঁঁ নামের শেষে সুবিধামতো ভাইয়া অথবা আপু যোগ করে নেন ঁঁঁঁঁঁঁঁঁঁ ঁঁঁঁঁ কারো নাম বাদ পরলে জানায়েন ঁঁঁঁঁঁ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।