বিশুদ্ধ পানির নামে নামে আমরা কি খাচ্ছি? দেশের সবচেয়ে জনপ্রিয় মিনারেল ওয়াটার প্রস্তুকারক পারটেক্স বেভারেজ কোম্পানীর ‘মাম’ পানির কর্ক আটা বোতলে পাওয়া যাচ্ছে সবুজ শেওলা। ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত কুষ্টিয়ার বিভিন্ন দোকান থেকে সবুজ শেওলাযুক্ত এমন কয়েকটি মাম পানির বোতল জব্দ করেছে। বোতলের গায়ে লেখা মাম প্রাকৃতিক খাবার পানি/ ‘হু’ ও ‘বিএসটিআই’র নির্দেশনা অনুসারে প্রস্তুত। এ মাম পানির বোতলে শেওলা দেখে সাধারন মানুষ হতবাক হয়ে যায়। মঙ্গলবার বিকেলে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত কুষ্টিয়া শহরের এনএস রোড, রেনউইক গেট ও মাম পানির স্থানীয় পরিবেশকের গুদামে অভিযানকালে চলতি বছরের জুলাই মাসে প্রস্তুতের তারিখ দেয়া এবং ১০ মাস মেয়াদ থাকা মাম পানির কর্ক আটা এয়ারটাইট বোতলের ভেতরে সবুজ শেওলা ভাসতে দেখে ম্যাজিষ্ট্রেট ২জন দোকানীকে জরিমানা করেন। অভিযানে নেতৃত্বদানিকারি নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহতেশাম রেজা বলেন, এর প্রস্তুতকারক গাজীপুরের পারটেক্স বেভারেজ লিঃ এর নামে নিয়মিত মামলা দায়ের করা হবে।স্থানীয়রা বলছেন, পথ চলতি মানুষ, স্কুলগামী কোমলমতী ছাত্র-ছাত্রী বা হাসপাতালের বিছানায় শর্য্যাগত রোগীর পিপাসার্ত জীবনকে বাঁচিয়ে তুলতে অন্যকোন দিকে হাত না বাড়িয়ে আমরা বিশ্বাস করে দোকান থেকে এসব মিনারেল ওয়াটার কিনে নিই। কিন্তু বোতলজাত পানিই যদি হয় এমন তাহলে কি উপায় জনসাধারনের এ প্রশ্ন এখন সবার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।