আমাদের কথা খুঁজে নিন

   

বিশুদ্ধ আত্মহত্যা

লেখার কপিরাইট স্বত্ব © হতভাগ্য কবি কিবা শুধুই একজন অপদার্থের নিকট সংরক্ষিত। ফেচবুক-https://www.facebook.com/Herokwazedmafia তীব্র আগুনের মত রোদ, বজ্রের শব্দে মাতোয়ারা বৃষ্টি , চোখের সামনে কিছু সাধারণ মুখের প্রিয় মুখ হয়ে উঠা, অন্ধকার রাতের রাস্তা , হিম শীতল শীতে কাঁথা মুড়িয়ে কুয়াশা দেখা, আপন মনে সিগারেট খাওয়া, বন্ধুদের অভিমান, আবেগ,প্রিয় গানের কলি মনে মনে গুন গুন করা আমারো ভালো লাগতো, এখনো লাগে। আমার কোন অপ্রাপ্তি নাই, কোনো অভিমান নাই। শুধু বেঁচে থাকতে ইচ্ছে করছে না আর। যেহেতু আমি ঈশ্বরে বিশ্বাসী সেহেতু হয়তো আমি হাজার বছর জ্বলবো নরকে।

হয়তো অভ্যস্তও হয়ে যাবো একদিন। জানি পেছনে কাঁদার মত কেউ নাই। মনে রাখার মতোও কেউ নাই। কয়েকজন হয়তো হা হুতাস করবে কিংবা করবে না। না করুক আমি মুক্তি পেলেই সন্তুষ্ট।

হাতে কিছু কাজ, কিছু দায়িত্ব আছে অতি দ্রুত সেগুলো গুছাতে হবে, যাতে আমার জন্য কারো সমস্যা না হয়, আমার ভুলের জন্য কেউ আমাকে মনে না করে। আমি বেশ সুখী। আমার ঈশ্বরের কাছে আমি পূর্ণ কৃতজ্ঞ। জানি না কি হবে বাকী সময়টা। আমার গীটারের তার হয়তো আর লাগানোই হবে না।

। হা হা হা হা কেই বা লাগাবে? জানি না ছেড়ে যাওয়ার শেষ সময়ে অদ্ভুত ভাবে ভালবেসে ফেলা পৃথিবীটাকে আরো বেশী মায়াময় লাগবে কিনা। আরেকটু ইচ্ছে করবে কিনা। শেষ আলোটুকু দেখার জন্য সামান্য সময়টুকু থাকবে কিনা। জীবন মায়াময় হোক সবার, সবার প্রতি কৃতজ্ঞতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।