আমাদের কথা খুঁজে নিন

   

বিশুদ্ধ মানব

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

ডানা মেলার খুব স্বাধ ছিলো মেঘ মেদুর আকাশে স্বাধ ছিলো নির্জলা সত্যের কাছে আত্নসমর্পনের ধুসর বিকেলগুলো কেটে যায় হেলায় ফেলায় জীবনের রংহীনতায় নতুন করে লাগাই রং পড়ন্তবেলায় টুকরো টুকরো কত স্মৃতি কেউ একজনকে নিয়ে সময়ের চাকায় ঘুরে আজ যে মেঘহীন স্বাধীন আকাশ আমিও হতাম এক রাতজাগা মদারু মাতাল জল থেকে তুলে নিতাম তার সব স্পর্শ কামনার দাম কেউ কি এসেছিলো কোনদিন কাউকে ভালোবাসা দিতে সবারই স্বার্থ থাকে নিজেকে খুব করে দেখাতে তাহায় মিছে মায়ায় কেন তবে আমরা ডুবি ভালাবাসার খেলায় আসলে ভালোবাসা ভালো-মন্দের করেনা বিচার শুধু নিজেকে নিয়ে এক অদ্ভুদ খেলায় মাতায় চারপাশ আছি আছি একটা গুন্জন নিয়ে তার বসবাস আসলে কি আছে ভালোবাসায় অদ্ভুদ কিছু কিছু সময় কিছু স্মৃতি নিয়ে করে খেলা আনমনে অবহেলায় তাই ভালোবাসা নিয়ে এত মাতামাতি এত কলরব নিজেকে ভেঙে গড়ে বারবার করে হই বিশুদ্ধ মানব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।