আমাদের কথা খুঁজে নিন

   

তবুও চলছি পথে

একজন মৃত কবি

কতো সন্ধায় চোখের জলে সূর্য ডুবে গেছে কোটি কোটি নক্ষত্রের ফ্যাকাশে আলোয় হেটেছি অনেক অচেনা অনেক পথ ঘুনধরা স্বপ্নেরা নোনাজলে হাবুডুবু খায় লুকোচুরি খেলে বিগত শ্রাবনের ছোপ ছোপ মেঘ যখন কোন গন্তব্য থাকে না তখন প্রতিটি গলিই আপন বারবার রাশ টেনে ধরে শৈশবের শেখানো মায়া সংসার নয়,টুকটুকে বউ কিংবা আবোল তাবোল বাচ্চা নয় গহবাসী পূ্র্বপুরুষের প্রবাহিত রক্তকনার ঢেঊ থামিয়ে দিতে চায় আমার দুঃসাহসী যাত্রা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।