আমাদের কথা খুঁজে নিন

   

সংবিধান পরিবর্তন : ব্যক্তিগত অভিমত

আমি একজন পশু।

ইদানীং শুনতাসি, সংবিধানে পরিবর্তন আসবে। আমূল কিংবা ফ্রাগমেন্টেড। আর এই ক্ষেত্রে ইন্সপিরিশন জোগাবে ৭২ এর সংবিধান। স্থূল কথা বলবনা যে, "এইটা ৭২ এর সংবিধানে ফিরে যাওয়া" কারন, এখনো, সরকার/রাষ্ট্র এই ব্যাপারে স্পষ্ট অবস্থান ব্যখ্যা প্রকাশ করেনাই।

... তবে শোনা কথা, "ধর্মনিরপেক্ষতা" টার্ম টা অ্যাড করা হবে। এখন যেই জায়গায় আছে, "বিসমিল্লাহির রাহমানির রাহীম" কিংবা "আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস" । যদি ঘটনা এমন ই হয়, তাহলে এইটা নিয়া আস্ফালন হবে, কারো পসন্দ হবে,কারো হবেনা। কেউ এমন ও বলতে পারে যে, এর মাধ্যমে আমরা জাতি হিসেবে একটা উত্তরণ ঘটাইলাম, মৌলবাদিতা ( ... নাকি প্রতিক্রিয়াশীলতা?!) 'র বিরূদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট হইলো, আবার কেউ বলবে, এটা ধর্মপ্রাণ মুসলিম দের মনে আঘাত... আর এইসব কথাবার্তায় "মুক্তিযুদ্ধের স্বপক্ষ" এবং "ভারতীয় দালাল" এই ধরণের কিছু শব্দ ও উচ্চারিত হবে মহলে মহলে। সরকার কি করবে ঠিক বুঝতাসিনা, কিন্তু এইরূপ করলে কে কি বলে, লেখে দেখতে ইচ্ছা করতেসে।

আমার এই সংবিধান পরিবর্তন এর ব্যাপারে একটা ছোট্ট কথা বলার আছে। তা হইলো, কেউ দেশ কে উদ্ধার করার জন্য সংবিধান পালটায় না। সংবিধান বদলাইলে যা উদ্ধার হয় তা হইল শাসকের স্বার্থ ! এইটা সিম্পলি একটা ভন্ডামি। সাধারণ পাবলিকের সেন্টিমেন্ট নিয়া খেলা ছাড়া ,জাতি কোনো সোনার ডিম পায়না এর দ্বারা। ৭২ এর সংবিধান যখন প্রথম বদলাইয়া "ধর্মনিরপেক্ষতা" থেইকা "আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস" কিংবা "বিসমিল্লাহির রাহমানির রাহীম" এ আইসা পৌছাইলো, সেইটাও ছিলো শাসকের স্বার্থ, আজ যদি আবার আমরা এগুলা বাদ দিয়া "ধর্মনিরপেক্ষতা" ঢুকাইয়া দেই, সেইটাও হবে শাসকের স্বার্থ , হবে ভন্ডামি!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.