ছাগু ব্যাতিত দুনিয়ার সকল প্রানি দীর্ঘজিবী হউক শুনলাম আজ বিকেল ৪টায় ব্লগার থাবা বাবা'র(আহমেদ রাজিব হায়দার) মরদেহ শাহবাগ প্রজন্ম চত্বরে নেয়া হবে এবং সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। >প্রথমেই একজন মানুষ হিসেবে আহমেদ রাজিব হায়দার এর প্রতি এই বর্বরতার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রজন্ম চত্বরের সমাবেশ স্থল থেকে ঘোষিত আজকের গন জাগরনের অন্যতম অগ্রপথিকের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তার লাশ প্রজন্ম চত্বরে নিয়ে যাওয়া সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করছি। >এখন একজন আস্তিক ও একজন মুসলিম হিসেবে আমার কিছু কথা ও প্রশ্নের কথা বলছি, ''আহমেদ রাজিব হায়দার'' এর ব্লগ- ফেসবুকে থেকে যতটুকু জেনেছি তা হচ্ছে তিনি কোন ধর্মীয় মতবাদে বিশ্বাস করতেন না, এবং তার অধিকাংশ লেখাই মূলত ইসলাম এবং এর বিভিন্ন উপাদানকে বিদ্রুপ ও আক্রমন করে লেখা। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু জীবদ্দশায় তিনি ইসলাম ধর্মে বিশ্বাস করতেন না, আল্লাহ্ ত'লা কে বিশ্বাস করতেন না এবং মৃত্যুর পরের জীবন অর্থাৎ আখিরাতে বিশ্বাস করতেন না- মৃত্যুর পর এখন তাকে সৎকারের জন্য কেন ইসলাম ধর্মানুসারে দাফন-কাফন ও জানাজার দেবার ব্যাবস্থা করা হচ্ছে? আমার জানা মতে জানাজা হচ্ছে আল্লাহ'র কাছে দোয়া প্রার্থনা করা- যেহেতু তিনি এবং তার সমমনারা আল্লাহ্ ত'লায় বিশ্বাস করতেন না বা করেন না, তো জানাজার নামাজে জন্য ''আহমেদ রাজিব হায়দার'' এর মরদেহ সামনে নিয়ে কার কাছে দোয়া প্রার্থনা করবেন? অথবা তার জন্য দোয়া প্রার্থনার দরকারই বা কি? তারপরও মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল, যত দ্রুত সম্ভব এই হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যাবস্থা করা হোক। অন্তত আমাদের নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে হলেও আমাদের এই ধরনের বর্বরতার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান গ্রহন করা উচিৎ। সর্বপরি বলতে চাই, And Allah is the Best of the planners (সুরা: আল-ইমরান, ৫৫) নিজের অবস্থান স্বচ্ছ রাখতে বলছি আমি একজন সাধারন মুসলিম, আমার নিজ ধর্ম নিয়ে কথা বলার অধিকার আমার আছে। দয়া করে আমাকে জামাত শিবিরের সাথে গুলাবেন না- এবং হায়েনার দল জাশি নিয়ে আমার অবস্থান সম্বন্ধে কোন সন্দেহ থাকলে জানাবেন, সঠিক উত্তর দিতে বাধ্য থাকব। (ছাগুর পাল সাবধান। এইখানে চান্স নিতে আসলে স্ট্রেইট গদাম খাইবা।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।