আমাদের কথা খুঁজে নিন

   

দোষটা আসলে সাকিবের নয়, দোষ হচ্ছে তার বয়সের

আমার আগের নিক হ্যাক হয়েছে কিনতু দ্বাবি একটাই যুদ্ধাপরাধীদের ফাসি চাই। ___________________ @সুলতান মির্জা

অনেকের ক্ষেত্রে খ্যাতি ভয়ংকর এক অভিশাপের নাম। বিশেষ করে, বয়সের তুলনায় সময়ের আগেই যদি নামযশ-টাকা-প্রভাব-আধিপাত্য হাতে এসে যায় তাহলে এই ধরনের সমস্যা গুলো পিছন ছাড়তেই চায় না। এটাকে স্বভাবের দোষ না বলে বয়সের দোষ বলাই ভালো। উধাহরন হিসেবে বলতে গেলে কানাডিয়ান পপ তারকা জাষ্টিন বিবারের নামই বললাম।



লক্ষ করলে দেখা যাবে সারা পৃথিবীতে এমন অনেক তারকাই আছে, যারা বয়সের তুলনায় অনেক দূর এগিয়ে গেছে। যদিও এইগুলো কোন ব্যাপার না, বয়স বাড়ার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে।

ভেবে দেখুন আমাদের দেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের কথা, চিন্তা করে দেখুন তার বয়সই বা কত ? সাকিবের বয়সী অনেক ছেলেই এখনো রাস্তার ধারে দাড়িয়ে বিড়ি খায়, কাজ-কাম নাই। সেক্ষেত্রে সাকিব এখন কোথায় ? কি নেই তার আজকে ? তারকা খ্যাতি, টাকা, সম্পদ, প্রভাব, প্রতিপত্তি সব আছে, সব হয়েছে কিন্তু বয়স হয়নি তাই এমনটা ঘটেছে। আশা করি আরো দুই-একবার জরিমানা গুনতে হতে পারে তার, লঘু শাস্তি হতে পারে।

একদিন দেখবেন এমনিতেই সে ঠিক হয়ে যাবে। তাই বলছিলাম সাকিবের ব্যাপারটা ভুলে যাওয়াই ভালো। যা হয়েছে এই পর্যন্তই থাকুন। হাজার দোষে দোষি হলেও সে যে আমাদেরই সন্তান, আমাদেরই গর্ব।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.