আমাদের কথা খুঁজে নিন

   

উৎসবের রঙ, রঙের যন্ত্রণা



সূ্র্য ওঠা ভোরের মত স্নিগ্ধ। সূ্র্য ডোবা বিকেলের মত শান্ত। বাঁধ-ভাঙা চাঁদের হাসির মত সুন্দর। উৎসব এমনই। উৎসব এমনই সহজ স্বাভাবিক ভালো লাগার আধার।

সমুদ্রের নীল, পলাশের লাল, গোধূলির হলুদ, অরণ্যের সবুজ বা যে কোনও রঙ। শিউলির মত সাদা বা কাজলের মত কালো। সব রঙেই এক লহমায় উৎসব রঙিন। পলকহীন চেয়ে চেয়ে দুচোখ ভরে দেখার নীরব আকাঙ্খা পেয়ে বসে। এবার কী রঙ? প্রশ্ন শুনে মাঝদরিয়ায় স্থির হয়ে ভাসতে থাকা ডিঙি নৌকোর মত তাঁর ঠোঁট বেঁকিয়ে উৎসব বলে, রঙ? চারদিকে কত যন্ত্রণা খেয়াল আছে? এর মধ্যে রঙ ? শুনে লজ্জায় মিশে যাই।

হাঁটু মুড়ে উৎসবের সামনে বসে বলি, রঙেরও যে যন্ত্রণা আছে, তা যে ভুলিয়ে দেয় ভালোবাসা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।