দারিদ্র ও দারিদ্র সংক্রান্ত সমস্যা কমিয়ে দেয় মানুষের বুদ্ধিমত্তা। এই জটিলতা মানুষকে এতটাই জর্জরিত করে ফেলে যে অন্য বিষয়ে মস্তিষ্ক নিয়োজিত হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। আর এই তত্ত্ব উঠে এসেছে ভারত ও আমেরিকার যৌথ একটি সমীক্ষায়।
গবেষকরা জানিয়েছেন, মানসিক চাপের দরুণ দরিদ্র মানুষদের আইকিউ ( ইন্টেলিজেন্স কোশেন্ট) সাধারণ অবস্থার থেকে ১৩ভাগ হ্রাস পায়। এর ফলে দরিদ্ররা বেশীরভাগ ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না।
তারা এমন সব ভুল পদক্ষেপ গ্রহণ করেন যেখান থেকে ফিরে আসা সম্ভব হয়না।
আর্থিক দুরাবস্থা গরীব মানুষদের জীবনকে এতটাই ঘিরে রাখে যে তাঁরা দারিদ্রতা থেকে মুক্তির পথ নিয়েও যথাযথ ভাবনা চিন্তা করতে পারেন না বলে জানিয়েছেন গবেষকরা। স্বাভাবিক বুদ্ধিমত্তার অভাবে ক্ষতিগ্রস্থ হয় শিক্ষা। তবে আর্থিক অবস্থার উন্নতি আবার বাড়িয়ে দিতে পারে বুদ্ধিমত্তার পরিমাণ।
সামান্য আয়ের কোনোও ব্যক্তির উপার্জন বৃদ্ধির সাথে সাথে তার বুদ্ধিমত্তারও বৃদ্ধি পায়।
অর্থাৎ আর্থিক স্বাচ্ছন্দ মস্তিষ্ককে আর্থিক অবস্থা ছাড়াও অনান্য বিষয়ে কাজ করতে প্রভাবিত করে। এছাড়া দারিদ্রতা বুদ্ধিমত্তা কমিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কেড়ে নেয় রাতের ঘুমও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।