আমাদের কথা খুঁজে নিন

   

ভিক্ষুক কর্ত্তৃক ‘দারিদ্রতা বিমোচন’...........

আমি জানিনা

দু'একবার সংবাদপত্রে হয়তো দেখেছেন, ভিক্ষা করে কে একজন ঢাকা শহরে বাড়ীর মালিক হয়েছে; এগুলো এক্সেপশান, সব ভিক্ষুকই বাড়ীর মালিক হচ্ছে না। যদি দু'একজন বাড়ীর মালিক হয়েও থাকে, সে বাকী ভিক্ষুকদের বুদ্ধি বা সম্পদে সহায়তা করে বাড়ীর মালিকে পরিণত করতে পারবে না; সে ক্ষমতা থাকার কথা নয়। আসলে, ৯৫% ভিক্ষকই বিনা চিকিৎসায়, মাল-নিউট্রিশানে, মানসিক চাপ ইত্যাদিতে ভুগে আকালে মৃত্যু বরন করে। মনে হচ্ছে, বাংলাদেশের লোক বিশ্বাস করে 'ভিক্ষুকেরাই' আমাদের 'দারিদ্রতা বিমোচন' করবেন। জিয়ার মৃত্যুর পর খালেদাকে 'ভিক্ষুক' ঘোষনা করে ২ টি বাড়ী(বর্তমান মুল্য ১০ মিলিয়ন ডলারের মতো) দেয়া হয়; সে মহিলা 'ঘোষিত ভিক্ষুক'।

হাসিনা এক যাদুঘরের জন্য যায়গা নিয়েছে, মুল্য দেয়ার ক্ষমতা নেই, আটকোটী টাকা কোন ব্যবসায়ী দিয়েছে, হাসিনা 'ভিক্ষুক'। মাথাপিছু আওয়ামীলিগের ভোটারেরা ২ টাকা করে দিলে টাকাটা হয়ে যেতো। খালেদা তার দু টার্মে ও হাসিনা তার দেড় টার্মে 'দারিদ্রতা বিমোচনের' চেস্টা করছে, গুড লাক। দেশের ৫২% ভাগ লোক দরিদ্র সীমার নীচে; এদের জন্য পৃথিবী টাকা দিচ্ছে সেই ১৯৭১ সাল থেকে; কিন্তু কিছুতেই তেমন কিছু হচ্ছে না। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সমস্যা কম্পাউন্ড হচ্ছে।

যদিও আমাদের 'মিডল' ক্লাশ ছোট, তবুও দারিদ্রতা বিমোচনের একমাত্র চাবি তাদের হাতে, ইনভেস্টমেন্ট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।