সমস্ত ব্লগার বন্ধুদের সাথে আজকে আমি একটি বিষয় শেয়ার করব । বিষয়টি খুবই চোখে না দেখার মত বর্তমান সমাজ ব্যবস্থায় । যার কারনে আমি আজকে ঐ 'না বালকের' সততা ও দায়িত্বতার প্রতি অভিভূত । রাস্তায় হাঁটার সময় আমি যখন আমার মানি ব্যাগ পকেট থেকে বের করি তখন হঠাৎ করে মানি ব্যাগ থেকে একটা এক টাকার কয়েন পরে যায় । ততক্ষণে আমি প্রায় ২০ কদম এগিয়ে গেলাম।
হঠাৎ করে পিছন থেকে এক পিচ্ছি আমাকে ডাক দিল,ভাইয়া একটু দারান । আমি বল্লাম,কি ব্যাপার,কি হইছে ভাই। সে বল্ল আপনার এই কয়েনটা পরে গেছে। তখন আমি এক মিনিট দারালাম এবং চিন্তা করলাম বিষয়টা কতটুকু ভাল লাগার মত ।
...............................................
....................................................।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।