হঠাৎ করেই কী করে যেন সামহোয়্যারইনব্লগ-এর লিঙ্ক পেলাম। সেখান থেকে গেলাম গুলশানের সিক্সথ-স্ট্রিং-এর ব্লগসাইটে। পড়লাম, "গত ২২ জুন , আমার আব্বু আল্লহ্র কাছে চলে গেছেন" শিরোনামের ব্লগ। পড়ে আমার খারাপ লাগলো। আমার বাবাও আমারি হাতের উপর চলে গেছেন আমাদের সবাইকে ছেড়ে, গত ২৬ জুলাই ২০০৯, ঠিক মাগরিব নামাজের আজান শুরু হবার সঙ্গে সঙ্গে, যেন আজানের অপেক্ষাতেই ছিলেন।
আমি সিক্সথ-স্ট্রিং-এর ব্লগ-এর উপর মন্তব্য করতে চাইলাম, পারলামনা। রেজিস্ট্রেশন করতে হল। রেজিস্ট্রেশন করেও মন্তব্য করতে পারলাম না, কেননা এখানে আমি নতুন ব্লগার। চরিত্র সন্দেহজনক।
পরীক্ষার পালা শুরু করে দিলাম।
দেখি কখন ছাড়পত্র পাওয়া যায়!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।