আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি .
পরিবর্তনটা হঠাত্ করে ঘটেনি খুব ধীরে ধীরে ঘটেছে । কিন্তু আমরা বুঝতে পারিনি অথবা বুঝার চেষ্টাই করিনি । কিন্তু এখন পরিবর্তনটা পরিলক্ষিত হচ্ছে ব্যাপক ভাবে । তা হচ্ছে আমরা হারিয়ে ফেলেছি আবেগ । এখন আমরা সব ঘটনা হজম করতে পারি হাজমলা কিংবা হজমী ছাড়াই ।
যখন ছোট ছিলাম তখন একবার অমিত নামের একটা ছেলের অসুস্থ হয়ে মানুষের কাছে সাহায্যের হাত পেতেছিল তখন দেখেছিলাম মানুষের আবেগের ঢল । আজ কত মানুষ সাহয্য চায় আমাদের আবেগকেও একটুও নাড়া দেয় না । আমরা ক্রমেই যন্ত্রমানবে পরিনত হচ্ছি,আগে দেখেছিলাম ইয়াসমিন ধর্ষন নিয়ে কি তুঘলিক কান্ড ঘটেছিল ,আর আজ ধর্ষন কোন ঘটনার পর্যায়েই বোধহয় পড়ে না এমন ভাব আমাদের । তবে আমরা একটা জিনিস পারি তাহলো যে কোন ব্যাপারে ব্যাপক হইচই করতে কতোদিন করলাম আবুলরে নিয়ে তারপর ডক্টর ইউনুসকে নিয়ে তারপর গুপ্তহত্যা নিয়ে তারপর সুরন্জিতরে নিয়ে ,তারপর ইলিয়াস আলীরে নিয়ে তারপর এখন করছি পদ্মা সেতু নিয়ে । এরপর কিছুদিন হইচই হয়ে থেমে যাবে সব ।
আমাদের ঘুমন্ত বিবেক এখন একটু ধাক্কা দিয়ে জাগিয়ে তোলার সময় হয়তো এসেছে সাথে আমাদের আবেগকে । ভালো থাকুন সবাই । রমজান যেন সবার ভালো কাটে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।