বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
আসলে আমি এমন মাতোয়ারা হয়েছিলাম, যেন আর্জেন্টিনা কোন দিন হারতে পারে না । আরেক মারাদোনার সূচনা হবে ।
জার্মানীর সাথে যখনই পেনালিটতে হেরে যায় , তখনই কি রকম যেন, মনে হল ।
আজকে লেখতে যথেষ্ট কষ্ট হচ্ছে, দুই হাতের দুই আঙ্গুল কেটে গেছে । তাড়াতাড়ি লিখতে গেলে বেন্ডেজ এর ভেতর থেকে রক্ত গড়িয়ে পড়তে পারে ।
তবুও লিখছি ।
বলতে গেলে আর্জেন্টিনার বিশ্বাকাপ না জিতার কারণে , সব খেলাকেই অসার মনে হয়েছে । কিছু বিশেস মুহূর্ত পরে দেখেছি, যেমন জিদানীর মাথায় হঠাত ভূত চাপাঁ , জামর্ানীর সূচনীয় পরাজয় । ইটালীর বিশ্বজয় । আর কি!!!
ইটালীর কাপ পাওয়াটাও দেখেছি পেপারে, সরাসরি দেখার ইচ্ছা হয় নি ।
কারণ ইটালী যে বিশ্বাকপ জয় করবে, সেই চিন্তা করি নাই । আর সেই জায়গা জুড়ে ছিল, আর্জেন্টিনা ।
আমার বিশ্বাসই হচ্ছিল না, এভাবে তারা বিদায় নিবে। যাই হোক তারা লড়ে হেড়েছে । ব্রাজিল এর মত নয় , তবুও আর্জেন্টিনার পিছনে হারার কথা আসবে কেন!!! জানি না ।
সেই জন্যই কয়েকদিন ব্লগে উপস্থিত হতে ভাল লাগে নাই। কি যে, করি ভাল লাগে না, মেসি আর মারাদোনার অনুপস্থিতির টের পেয়েছি ।
চেষ্টা করছি, মনকে শক্ত করার কিন্তু এভাবে ভেঙ্গে পড়ব , আমি নিজেই বিশ্বাস করতে পারি নাই, কেমন যেন, অন্যরকম লাগছে,।
একজন বলেছেন, এ ব্যাপারে মাথা না ঘামাতে আর্জেন্টিনা জিতুক আর ব্রাজিল কিংবা ইটালী জিতুক , তোমার কিছুই যায় আসে না, এখানে কোন এসিয়ান দলও নাই কিংবা বাংলাদেশও নাই, আর এতে আমাদের কিছুই আসে যায় না ।
কিন্তু ঐ কথার তীব্র প্রতিবাদ করেছিলাম , মারাদোনা আছে, থাকবে, এবার জিতবেই জিতবে ।
তারটাও অবশ্য গেল,প্রথমে ঐ ব্যক্তি ব্রাজিল সাপোর্ট করেছিলেন, পরবর্তীতে জামর্ানী । ঐ দুইটাই গেল ।
জানি না, নতুন মারাদোনার চেহারা দু'বারা দেখতে পারব কিনা ।
সেই অপেক্ষায়ই রইলাম, আগামী বিশ্বাকাপ 2010 এর দিকে । যেটা হবে আফ্রিকায় .............
(সবাইকে একসাথে জিজ্ঞাসা করছি, মতাহির ভাই কেমন আছেন? শুভ সাহেব কেমন আছেন?
যাদেরকে আর এত বার কেমন আছেন, বলতে পারবনা, এখন শুধু নাম লিখে যাব আর ধরে নিতে হবে কেমন আছেন? জিজ্ঞেস করছি এদের এম হোসেইন আড্ডাবাজ, সুমন চৌধুরী, শাওন, পিয়াল, সাকিব, কৌশিক, হাসান, তীরন্দাজ, কালপুরষ, অপবাক, সাদিক, , শাহানা, রাসেল, জুয়েল, শমিত, পথিক,হযবরল, বদরুল হাবিবমহাজন, হিমু, হীরকলস্কর(যদিও এখন অনুপস্থিত,), তেলাপোকা, ঝড়ো হাওয়া, ওয়ালী , তালুকদার, মুখফোড়, নাহিদ , ত্রিভুজ (স্পেশাল জিজ্ঞাসা), মাহবুব মোর্শেদ, ব্রাত্য রাইসু, দীক্ষক দ্রাবিড়, শর্মী, গোধূলী, মঈন(যদিও অনুপস্থিত), কনফুসিয়া, জি্বনের বাদশাহ, আলম, হাসান, ফজলে এলাহি, লবণী, আর যাদের নাম মনে আসছে না, তাদেরকেও ...)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।